ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নেইমারের অভিনয় নিয়ে মন্তব্য করলেন না ফিফা প্রেসিডেন্ট

রফিকুল ইসলাম | মস্কো, রাশিয়া থেকে | প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১৩ জুলাই ২০১৮

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। তবে এই বিশ্বকাপে দলের সুপারস্টার নেইমারের মাঠে আহত হওয়ার অভিনয় নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। শুক্রবার এ বিষয়েই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে প্রশ্ন করেছিলেন নেইমারের দেশেরই এক সাংবাদিক। গ্লোবো ব্রাজিলের রিপোর্টারের নেইমারের মাঠে অভিনয় প্রসঙ্গে করা প্রশ্নে কোনো মন্তব্য করেননি ফিফা প্রেসিডেন্ট।

নেইমার প্রসঙ্গে বলতে গিয়ে বিশ্ব ফুটবলের বস বলেন, ‘নেইমার সম্পর্কে আমার প্রথম বক্তব্য হলো, সে একজন গ্রেট ফুটবলার। অসাধারণ প্রতিভাবান ফুটবলার নেইমার। আসলে এমন অনেক ফুটবলার আছে, যারা দর্শক-সমর্থকদের কাছে স্বপ্নের মতো। এমন কৃতি ফুটবলারদের নিয়ে আমি নেতিবাচক কোনো মন্তব্য করতে পারি না। নেইমারও তাদের মধ্যে একজন, কিংবদন্তী ফুটবলার।’

নেইমার প্রসঙ্গে আর সামনে আগাননি ফিফা প্রেসিডেন্ট। তারপর ‘অফ কোর্স, ইউ নো, অ্যা অ্যা’ বলে শুধু হাসলেন। শরীর নাড়লেন, কিন্তু কথা বললেন না। হাসি থামিয়ে আবার বললেন, ‘ভবিষ্যতে নেইমার আরো বেশি স্কিল দেখাতে পারবেন, তা আমি নিশ্চিত। কারণ সে একজন সত্যিকারের প্রতিভাধর ফুটবলার।’

আরআই/এমএমআর/পিআর

আরও পড়ুন