ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইংলিশদের কাঁদাটাই তো স্বাভাবিক : মরিনহো

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:০৫ পিএম, ১২ জুলাই ২০১৮

ক্রোয়েশিয়ার কাছে অতিরিক্ত সময়ের গোলে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের কাছে এত কাছাকাছি এসে এভাবে বিদায় নেয়াটা কোনোভাবেই যেন মেনে নিতে পারছেন না কোনো ইংলিশ সমর্থক। এমনকি ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট মনে করেন বিশ্বকাপের ফাইনালে যাওয়া উচিৎ ছিল তাদের।

ব্যর্থটাকে সঙ্গী করে তাই আরও একবার বাড়ির পথে হ্যারি কেইনের দল। তবে এবারের রাশিয়া বিশ্বকাপেও ইংল্যান্ডের বিশ্বকাপ না জেতাটাকে অনেকটা সূবর্ণ সুযোগ হাতছাড়া করে ফেলেছে বলে মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো। তার মতে বেশ কিছু বড় বড় দল ইতিমধ্যেই বাদ পড়ে যাওয়ায় এটাই সুর্বণ সুযোগ ছিল দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপের সোনালি ট্রফিটা আবারও ইংলিশদের ঘরে তোলার।

বিশ্বকাপ দেখতে এখন রাশিয়াতেই অবস্থান করছেন ম্যানইউর এই পর্তুগিজ কোচ। সেখানে ইংল্যান্ডের ব্যর্থতা নিয়ে কথা বলার সময় রাশিয়া টুডেকে মরিনহো বলেন, ‘ইংল্যান্ডের কাঁদার অনেক কারণ আছে। কেননা তারা বিশ্বকাপ জয়ের বেশ কাছ থেকেই ফিরে এসেছে। তবে তাদের এখন আশাবাদীও হওয়া উচিৎ।’

আগের চেয়ে ইংল্যান্ড অনেক উন্নতি করেছে বলে মনে করেন মরিনহো। তিনি বলেন, ‘ইংল্যান্ড দল আগের চেয়ে এখন অনেক বেশি উন্নতি করেছে। এ দলের বেশিরভাগ খেলোয়াড়ই বেশ তরুণ। তারা যখন ২০২২ কাবার বিশ্বকাপ খেলতে যাবে, তখন তারা অনেক বেশি পরিণত থাকবে।’

তবে বিশ্বকাপ না জিততে পারায় কোচ গ্যারেথ সাউথগেটকে কি আরও সুযোগ দেওয়া উচিৎ হবে কি না? এ প্রশ্ন করা হলে মরিনহো বলেন, ‘আমি যদি এফএ-তে থাকতাম তবে আমি অবশ্যই সাউথগেটকে রেখে দিতাম। সাথে সাথে স্টিভ হল্যান্ডকেও। তাদের সুযোগ দিতাম, যাতে তারা এই দলটাকে নিয়েই পরের ইউরো কাপ আর বিশ্বকাপে ভাল কিছু করে দেখাতে পারে।’

এসএস/আইএইচএস/পিআর

আরও পড়ুন