ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বে সাম্পাওলি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:০৮ পিএম, ১০ জুলাই ২০১৮

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়। টানা ব্যর্থতায় নুইয়ে পড়ার মত অবস্থা আর্জেন্টিনার কোচ সাম্পাওলির। বাজে ফরমেশন এবং খেলোয়াড়দের সঙ্গে ঠিকমত বোঝাপড়া না হওয়ায় গুঞ্জন উঠেছিল আর্জেন্টিনার কোচের পদ থেকে হয়ত বহিষ্কার হতে পারেন সাম্পাওলি।

তবে, সাম্পাওলি বোধহয় এ যাত্রায় বেঁচে গেলেন। সোমবার আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের প্রধান ক্লদিও তামিয়ার সঙ্গের দেখা করে আর্জেন্টিনার কোচের পদে থাকার ইচ্ছার কথা জানান সাম্পাওলি। তবে, চিলিকে কোপা আমেরিকা জেতানো এই কোচ থাকতে চাইলেও আর্জেন্টিনা ফেডারেশন চাচ্ছে না সাম্পাওলিকে কোচ রাখতে।

এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও সাম্পাওলিকে আগামী ২৮ জুলাই থেকে হওয়া যুব টুর্নামেন্টে অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্ব দিয়েছে এএফএ। সেখানে স্পোর্টিং ডিরেক্টর পদে দেখা যাবে তাকে। ওই টুর্নামেন্ট শেষেই মূলত আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবে আর্জেন্টাইন ফেডারেশন।

আরআর/এমএস

আরও পড়ুন