ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আর্জেন্টাইন পোপ সান্ত্বনা দিলেন ব্রাজিলিয়ান সমর্থকদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:৩০ পিএম, ০৮ জুলাই ২০১৮

ভ্যাটিকেন সিটির পোপ ফ্রান্সিস, জন্মসূত্রে একজন আর্জেন্টাইন। তিনি ফুটবলের ভীষণ ভক্তও। খ্রিষ্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্ম গুরু এবার সান্ত্বনা দিলেন দল কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ায় শোকে কাতর ব্রাজিলিয়ান সমর্থকদের।

সেন্ট পিটার্স স্কোয়ারে রোববারের ঐতিহ্যগত শান্তি কামনার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পোপ ফ্রান্সিস। সেখানেই আগতদের ভিড়ে কয়েকটি ব্রাজিলিয়ান পতাকা আলাদা করে নজরে পড়ে তার। মঞ্চে দাঁড়িয়ে পোপ বলেন, ‘এখানে অনেক ব্রাজিলিয়ান পতাকা দেখতে পাচ্ছি। সাহস রাখুন। পরেরবার হবে (বিশ্বকাপ জয়)।’

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপ থেকে ফিরেছে খালি হাতে। বেলজিয়ামের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে লাতিন আমেরিকার শেষ দেশ হিসেবে বিদায় নিয়েছে তারা।

এদিকে, ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়ে যায় আরও আগে। দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে হেরে শিরোপাস্বপ্ন জলাঞ্জলি দিয়েছে লিওনেল মেসির দল।

এমএমআর/জেআইএম

আরও পড়ুন