গোল্ডেন বল নিয়ে ভাবছেন না মদ্রিচ
লোকে তাকে চিনে মডফাদার হিসেবে। বিশ্বকাপের ৫টি ম্যাচের তিনটিতেই জিতেছেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার। রাশিয়ার বিপক্ষে পুরো ১২০ মিনিট দাপিয়ে বেড়িয়েছেন মদ্রিচ।
দল উঠেছে বিশ্বকাপের সেমিফাইনালে। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত একটি ম্যাচের অপেক্ষায় এই রিয়াল মাদ্রিদ তারকা। কিন্তু টুর্নামেন্টে দুর্দান্ত খেললেও এখনই গোল্ডেন বল নিয়ে ভাবছেন না লুকা মদ্রিচ।
ম্যাচ শেষে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় লুকা মদ্রিচকে গোল্ডেন বল নিয়ে জিজ্ঞেস করার পর তিনি বলেন, ‘আমি সত্যি কথা বলতে ওইসব নিয়ে ভাবছি না। আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার হলো দলের সাফল্য। ব্যক্তিগত পুরস্কার ভালো জিনিস কিন্তু বর্তমানে আমি শুধু দলের সাফল্য নিয়ে থাকতে চাই এবং সামনে আগাতে চাই।’
রাশিয়াকে হারালেও প্রতিপক্ষের প্রশংসা করতে কার্পণ্য করেননি মদ্রিচ। ‘রাশিয়া দুর্দান্ত খেলেছে, বিশেষ করে প্রথমার্ধ। আমাদের চাওয়া অনুযায়ী আমরা ম্যাচটির নিয়ন্ত্রণ নিতে পারিনি। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা আগের থেকে ভালো ফুটবল খেলেছি। কিন্তু দুর্ভাগ্যবশতঃ আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। কিন্তু দিনশেষে আমরা জিতেছি। আমরা এখন সেমিফাইনালের জন্য প্রস্তুত হবো।’
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালটি বেশ কঠিন হবে বলে ইঙ্গিত দিয়েছেন মদ্রিচ। ‘বিশ্বকাপের অন্য ম্যাচগুলোর মতই এটা খুব কঠিন ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু এখন আমরা সময়টাকে উপভোগ করতে চাই। আগামীকাল থেকে আমরা অনুশীলন শুরু করবো। অবশ্যই ইংল্যান্ডের বিপক্ষে খেলায় আমাদের উন্নতি করতে হবে।’
আরআর/জেআইএম