ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নিন্দা-সমালোচনা সইতে প্রস্তুত ব্রাজিলিয়ানরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:২৪ পিএম, ০৭ জুলাই ২০১৮

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে রাশিয়ায় এসেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দ্বিতীয় রাউন্ড পর্যন্ত খেলা ৪ ম্যাচেই অপরাজিত থেকে সে পথেই হাটছিল সেলেসাওরা। কিন্তু কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে শেষ হয়েছে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা।

অবধারিতভাবেই ভক্ত-সমর্থক থেকে শুরু করে নিন্দুকদের সমালোচনার তীরে বিদ্ধ হবে ব্রাজিল ফুটবল দল। এসব সমালোচনার কথা মাথায় রেখে সবকিছু সয়ে নিতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ব্রাজিলের মিডফিল্ডার ফিলিপ্পে কৌতিনহো।

ম্যাচ শেষে ব্রাজিলিয়াস সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে কৌতিনহো বলেন, ‘আমরা ফাইনাল খেলতে চেয়েছিলাম। নিজেদের সেরাটাই ঢেলে দিয়েছি। প্রত্যেকে নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু হয়নি। আমি জানি এখন চারিদিক থেকে সমালোচনার ঝড় বইবে। এটাই ফুটবল। জীবন চলতেই থাকবে। আপনি হারবেন বা জিতবেন। আপনাকে মেনে নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা দুঃখিত কারণ আমরা খুব করে জিততে চেয়েছিলাম। ব্রাজিলের সব মানুষের জন্য জিততে চেয়েছিলাম। কিন্তু আমরা পারিনি।’

এসএএস/এমএস

আরও পড়ুন