এত দুর্বল নেইমারকে আশা করেনি বেলজিয়াম!
শেষ ষোলর ম্যাচে ব্রাজিলের জয়ে বড় অবদান ছিল নেইমার জুনিয়রের। তিনি নিজে করেছিলেন ১ গোল, মুখ্য ভূমিকা রেখেছিলেন দলের দ্বিতীয় গোলেও। ফলে শেষ আটের ম্যাচের আগে তাকে নিয়ে বেশ চিন্তিতই ছিল বেলজিয়াম। এমনকি নেইমারকে আটকানোর উপায় নেই বলেও জানিয়েছিলেন বেলজিয়ামের ডিফেন্ডার থমাস মিউনার।
কিন্তু ম্যাচের দিন যেন দেখা গেল অন্য এক নেইমারকে। বর্তমান সময়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পর সেরা ফুটবলার ধরা হয় যাকে, সেই নেইমারের ছিটেফোঁটাও ছিল না কোয়ার্টারের ম্যাচে। এমনকি নেইমারের এমন অবস্থা খোদ বেলজিয়ানরাও আশা করেনি।
ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে মিউনার বলেন, ‘আমি মোটেও আশা করিনি যে এত সহজ নেইমারকে পাবো আমরা। আমি ধরেই রেখেছিলাম নেইমার আমাদের ভোগাবে। তবে আমরা দলীয়ভাবে দুর্দান্ত খেলেছি। তাই সে খুব বেশি কিছু করার করার সুযোগ পায়নি।’
তিনি আরও বলেন, ‘আমি ক্রমাগত (টবি) অ্যালডারউইয়ারল্ড ও (মারুয়ানে) ফেলাইনিকে সাহায্য করে গেছি। আমরা নেইমার, (ফিলিপ্পে) কৌতিনহো ও মার্সেলোর প্রতি বিশেষ মনোযোগ রেখেছিলাম। দিনশেষে আমরা দুর্দান্তভাবে নিজেদের কাজ শেষ করেছি। আমার মতে আমাদের নিজেদেরই নিজেদেরকে অভিনন্দন জানানো উচিৎ রক্ষণ ভাগের সফলতার জন্যে।’
ম্যাচে খুব বেশিবার বলে পা ছোঁয়ানোর সুযোগ মেলেনি মিউনারের। তবু দলের জয়েই বেশি খুশি তিনি। সংবাদ মাধ্যমের কাছে বলেন, ‘একসময় বলে পা ছোঁয়াতে পারছিলাম না বলে আমি হতাশ হয়ে পড়েছিলাম। আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে দলের জন্য। সবশেষে জিততে পেরেই আমার আনন্দ লাগছে।’
এসএএস/এমএস