সেই ‘অভিশপ্ত’ কাজানেই এবার নেইমার
শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যেই নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছে গোটা ব্রাজিল শিবির। এর মাঝে আবার কোচ তিতের জন্য সুখবর হয়ে এসেছে, দলের সেরা লেফট ব্যাক মার্সেলোর এখন পুরোপুরি ফিট বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার জন্য।
ম্যাচের শুরু থেকেই মাঠে দেখা যাবে রিয়াল মাদ্রিদের এই ফুলব্যাককে। শুক্রবার ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যেই ম্যাচ ভেন্যু কাজান এরেনায় পৌঁছে গেছে গোটা ব্রাজিল দল। বিশ্রাম নিয়ে আবার কাজান এরেনাতেই অনুশীলন সেরে নেন সেলেসাওরা।
তবে একটা প্রশ্ন কিন্তু অবিধারিতভাবেই ঘুরে ফিরে উঠে আসছে। এটা সেই কাজান এরেনা, যে মাঠ থেকেই বিদায় নিতে হয়েছে বিশ্ব ফুটবলের শক্তিশালী দুটি দল জার্মানি আর আর্জেন্টিনাকে। কাজান ইতিমধ্যেই তাই ফেবারিট বধের ভেন্যু হিসেবে পরিচিতি পেয়ে গেছে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নেমে ব্যর্থ হয়ে এই কাজান এরেনাতেই শেষ হয় জার্মানদের এবারের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। বিশ্বকাপের শুরু থেকেই টালমাটাল আর্জেন্টিনাও কাজান এসেছিল ভাল কিছু করতে। তবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বিশ্বব্যাপি কোটি আর্জেন্টাইন সমর্থকদের কাঁদিয়ে এই কাজান এরেনাতেই ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বাড়ির পথ ধরতে হয়েছে মেসিদের।
ঘুরে-ফিরে তাই কথা এখন একটাই। যে মাঠে ব্যর্থ হয়েছেন মেসি-আগুয়েরো, মুলার-রেউসরা, সেখান থেকে কি সেমির টিকিট এনে দিতে পারবেন ব্রাজিল তারকা নেইমার? নাকি বড় দলগুলোর ন্যায় আরও একটা কাজান ট্র্যাজেডির স্বীকার হয়ে বাড়ির পথ ধরতে হবে পাঁচবারের বিশ্বকাপচ্যাম্পিয়নদের?
উত্তর মিলবে শুক্রবার রাতেই। হয়ত কোটি ভক্তদের ভালবাসায় সিক্ত হয়ে হেক্সা জয়ের মিশনে আরও একধাপ এগিয়ে যাবে হলুদ জার্সিধারীরা। না হয় অবিশ্বাস্য এই বিশ্বকাপের আরও একটি ট্র্যাজেডির স্বীকার হয়ে বাড়ির পথ ধরবে সেলেসাওরা!
এসএস/আইএইচএস/জেআইএম