ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নেইমারকে সুরক্ষা দিতে পারছে না রেফারি : রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০৫ জুলাই ২০১৮

নেইমার অভিনয় করছেন, না ধরতেই পড়ে যাচ্ছেন-বিশ্বজুড়েই এখন এই সমালোচনা। ব্রাজিলিয়ান তারকা যে এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার ফাউলের শিকার হয়েছেন, সেটি দেখছেন না কেউ। দেখবেই বা কে? ব্রাজিল কিংবদন্তি রোনালদোর মতে, এটা দেখার দায়িত্ব রেফারির। নেইমারকে ফাউলের হাত থেকে রক্ষা করতে রেফারিরই শক্ত ভূমিকা নেয়া উচিত বলে মনে করছেন তিনি।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ২৩টি ফাউলের শিকার হয়েছেন নেইমার। মাঠে বারবার পড়ে যাওয়ায় তাকে কম ব্যঙ্গ-বিদ্রুপের মুখে পড়তে হচ্ছে না। তবে ২৬ বছর বয়সী সেলেসাও তারকাকে আগলে রাখছেন তারই স্বদেশি রোনালদো। নেইমার অভিনয় করছেন, এমনটাও মানতে নারাজ তিনি।

শুক্রবার বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামবে ব্রাজিল। এই ম্যাচকে সামনে রেখে কথা বলতে গিয়ে এক পর্যায়ে নেইমারের সমালোচকদের ধুয়ে দেন ২০০২ সালের বিশ্বকাপজয়ের নায়ক। তার মতে, পিএসজি তারকাকে নিয়ে যা সমালোচনা হচ্ছে, তার সবই ভুল, ‘ফুটবলকে দেখার এবং তাকে অনূদিত করার অনেকগুলো পথ আছে। নেইমারের অভিনয় নিয়ে যা কথা হচ্ছে, তার বিপক্ষে দাঁড়াচ্ছি আমি।’

নেইমার মাঠে খুব দ্রুত নড়াচড়া করে, এজন্যই তাকে ট্যাকেল করা হচ্ছে। এই তারকাকে সুরক্ষা দেয়ার দায়িত্বটা রেফারিরই পালন করা উচিত বলে মনে করছেন রোনালদো। তিনি বলেন, ‘তার নড়াচড়া করার মেধা দুর্দান্ত, কীভাবে সে নিজেকে এই ট্যাকলের হাত থেকে বাঁচাবে? আমি মনে করি, রেফারি তাকে যথেষ্ট সুরক্ষা দিতে পারছে না। যখন মানুষ আমাকে বারবার আঘাত করবে, তখন তো নিজের কাছে সেটা অবিচার মনে হবেই। ফালতু সমালোচনা হচ্ছে।’

এমএমআর/পিআর

আরও পড়ুন