ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কলম্বিয়া-ইংল্যান্ড প্রথমার্ধ গোলশূন্য ড্র

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:৫৬ এএম, ০৪ জুলাই ২০১৮

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে লাতিন আমেরিকার পরাশক্তি কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ী দল ইংল্যান্ড। হামেস রদ্রিগেজ ছাড়া পুরো কলম্বিয়া দল যে ছন্নছাড়া সেটি আরও একবার বড় মঞ্চে ফুটে উঠলো। ইংল্যান্ডের অনেক আক্রমণের পরেও প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দল।

ম্যাচের শুরু থেকেই মাঝমাঠ নিজেদের দখলে নিয়ে খেলতে থাকে ইংল্যান্ড। ম্যাচের ৬ মিনিটে বা-পাশে ডি বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি কিক পায় ইংল্যান্ড। এশলি ইয়াংয়ের নেয়া শট পাঞ্চ করেন ডেভিড ওসপানিয়া। ১৬ মিনিটে স্টারলিং-ট্রিপিয়েরের দারুণ বোঝাপড়ায় ডান পাশ থেকে ট্রিপিয়েরের বাড়ানো বলে হ্যারি কেইনের হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

১৯৯০ সালের পর কোয়ার্টার ফাইনাল পেরুতে না পারা ইংল্যান্ড বল নিজেদের দখলে রাখলেও পরিকল্পিত কোনো আক্রমণই আলোর মুখ দেখেনি কলম্বিয়ার রক্ষণভাগের খেলোয়াড়দের সামনে। ৪১ মিনিটে আবারও ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় ইংল্যান্ড। তবে এবার শট নেন ট্রিপিয়ের। কিন্তু এটিও আলোর মুখ দেখেনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য থেকেই।

আরআর/বিএ

আরও পড়ুন