ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আর্জেন্টিনার সমর্থকরাও চাচ্ছেন না সাম্পাওলিকে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ০৩ জুলাই ২০১৮

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেওয়ার পর ক্ষোভে ফুঁসছে পুরো আর্জেন্টিনা। ইতোমধ্যে দল থেকে অবসর নিয়েছেন অভিজ্ঞ লুকাস বিলিয়া ও মাচেরানো। দলকে খেলানোর ধরণ, কিছু খেলোয়াড়কে বাদ দেওয়া সব মিলিয়ে আর্জেন্টিনার কোচ সাম্পাওলির উপর ক্ষুব্ধ দেশটির ফুটবল সমর্থকরা।

বিশ্বকাপ শেষে দেশে ফেরার পরেই আর্জেন্টাইন ফেডারেশনের সঙ্গে ব্যক্তিগত বৈঠকে মূলত জানা যাবে সাম্পাওলির ভবিষ্যত। সে পর্যন্ত অপেক্ষায় না থেকে আর্জেন্টাইনরা ইতোমধ্যে তাদের মতামত প্রকাশ করেছে। যদিও সাম্পাওলির সঙ্গে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের ২০২২ সাল পর্যন্ত চুক্তি রয়েছে।

আর্জেন্টাইন দৈনিক ‘ওলে’ পত্রিকার অনলাইনে সমর্থকরা নিজেদের মতামত প্রকাশ করে সাম্পাওলিকে আর কোচ দেখতে চান না বলে জানিয়েছে। এক পোলে ৮৪ শতাংশ মানুষ চাচ্ছেন না সাম্পাওলি আর্জেন্টিনার কোচ থাকুক।

অন্যদিকে, মাত্র ১৬ শতাংশ সাম্পাওলি কোচ থাকার পক্ষে মত দিয়েছেন। এই পোলে ১২০ মিলিয়ন মানুষ অংশ নেয়। তবে শেষ পর্যন্ত কী হয় সেটা বৈঠকের পরেই জানা যাবে।

আরআর/পিআর

আরও পড়ুন