নিন্দুকদের বাড়ি পাঠালেন নেইমার
চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি নিন্দিত ও সমালোচিত খেলোয়াড় ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। প্রতিপক্ষের ফাউলে তার বারবার পড়ে যাওয়াকে অনেকেই তুলনা করছিলেন অভিনয়ের সাথে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় হিড়িক পড়ে গিয়েছিল নেইমারের এসব পড়ে যাওয়া নিয়ে হাস্যরস সৃষ্টির।
তবে সবকিছুই মাত্রা ছাড়িয়ে যায় যখন ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে মেক্সিকান অধিনায়ক আন্দ্রেস গুয়ার্দাদোও খোঁচা দেন নেইমারের এই পড়া যাওয়ার বিষয়ে। গুয়ার্দাদো রেফারিদের বলেছিলেন যাতে তারা নেইমারের বারবার পড়া যাওয়ার দিকে খেয়াল রাখেন।
ম্যাচের দিন দেখা গেল নেইমার পড়েছেন যতটা তার চেয়ে বেশি নেইমার জাদুতে ডুবেছে মেক্সিকানরাই। ২-০ গোলে জেতার ম্যাচের প্রথম গোল করার পর দ্বিতীয় গোলেও মূল অবদান রাখেন নেইমার। মূলত নেইমারের কল্যাণেই মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল।
ম্যাচ শেষে নিন্দুকদের এক হাত নিতে ছাড়েননি ম্যাচের সেরা খেলোয়াড় নেইমার। যারা বেশি কথা বলেছিল তাদের বাড়ি ফিরিয়ে দিয়েছেন বলে জানান তিনি।
ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে নেইমার বলেন, ‘তারা বেশি বেশি কথা বলছিল। এবার তারা বাড়ি ফিরে যাক। মাঠের বাইরে তারা অপমানজনক কথাবার্তা বলছিল। আমার মনে হয় এসব ঠিক নয়। তবে দেখুন, তারা ম্যাচের আগে বেশি কথা বলেছিল, এখন তারাই বাড়ি ফিরে যাচ্ছে।’
এসএএস/বিএ