পেলের সঙ্গে তুলনায় নারাজ এমবাপে
মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপের ম্যাচে জোড়া গোল করে ইতিহাসে নাম লিখিয়েছেন ফ্রান্সের ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। ১৯৫৮ সালে পেলের পর ‘টিনএজ’ ফুটবলার হিসেবে জোড়া গোল করার রেকর্ড গড়েছেন এমবাপে। যার ফলে ম্যাচ শেষে বারবার এমবাপের সাথে চলে আসে ফুটবল সম্রাট পেলের নাম।
নিজের নামের সাথে পেলের নাম আনায় ম্যাচ শেষে বেশ বিব্রত দেখা যায় ফ্রান্সের তরুণ তুর্কিকে। সংবাদ মাধ্যমে বারবার মানা করেন যে, পেলের সাথে যাতে টার কোণ তুলনা না দেয়া হয়। পেলের মতো ফুটবলারের রেকর্ড ভাগ বসানো দুর্দান্ত এক অনুভূতি এনে দিলেও, পেলের সাথে তুলনায় রাজি নন এমবাপে।
তিনি বলেন, ‘পেলের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আমি এটি করেছি। কিন্তু তার সাথে বারবার তুলনা করাটা অনেক বাড়াবাড়ি হচ্ছে। আপনি সর্বাঙ্গিকভাবে বিবেচনা করেন, পেলে থাকবেন অনেক অনেক উপরে। তবে তার মতো কিংবদন্তীর রেকর্ড স্পর্শ করা অবশ্যই ভালো একটি অনুভূতি। বিশ্বকাপের মতো মঞ্চে নিজেকে মেলে ধরতে পেরেছি। আমি এতেই সন্তুষ্ট।’
এসএএস/পিআর