‘মেসিকে সাহায্য করতে সব করেছে দল’
দলের সাহায্য পাচ্ছেন না লিওনেল মেসি, একাই যা চেষ্টা করছেন-আর্জেন্টিনা দলে এমন অাক্ষেপ অনেক দিনের। সতীর্থরা একটু সঙ্গ দিলে বার্সেলোনার মতো আর্জেন্টিনাতেও মেসির সেরাটা বের হয়ে আসতো বলেই মনে করেন ফুটবল বিশ্লেষকরা। এবারও কি তাকে সঙ্গ দিতে না পারায়ই ব্যর্থ আলবিসেলেস্তেরা? ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পরও তেমনটা মানছেন না দলের কোচ হোর্হে সাম্পাওলি।
ফ্রান্সের সঙ্গে হেরে যাওয়া ম্যাচেও মেসি দুটি গোলে অ্যাসিস্ট করেছেন। সাম্পাওলি মনে করছেন, দল এবার তাদের সবটুকু দিয়েই চেষ্টা করেছে বার্সা সুপারস্টারকে সাহায্য করতে, ‘বিশ্বের সেরা খেলোয়াড় আছে আমাদের দলে। এই খেলোয়াড়কে ভালোভাবে ব্যবহার করতে আমাদের সুযোগ তৈরি করে দিতে হতো। আমরা বিভিন্ন কৌশল দিয়ে চেষ্টা করেছি। তাকে ঘিরে থাকতে, তার জন্য জায়গা করে দিতে। সে যা করতে পারতো, তার জন্য সবটুকু দিয়ে চেষ্টা করেছি আমরা। মাঝেমধ্যে সেটা পেরেছি, মাঝেমধ্যে হয়তো পারিনি।’
একটা সময় ৪-২ গোলে পিছিয়ে পড়ে নিশ্চিত হার দেখছিল আর্জেন্টিনা। তবে তারা হাল ছাড়েনি। শেষ মূহুর্তে একটি এসে একটি গোল করেছে। শেষ বাঁশি বাজার আগে তো সুযোগ তৈরি করেছিল আরো একটা। সাম্পাওলি দলের এই মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন।
দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেও খেলোয়াড়দের প্রতি কোনো ক্ষোভ নেই আর্জেন্টিনা কোচের। তিনি বলেন, ‘খেলোয়াড়রা শেষ মূহুর্ত পর্যন্ত চেষ্টা করেছে। শেষের দিকে তো তারা সমতায় ফেরার খুব কাছেই চলে এসেছিল। আমি এটাকে খুব, খুবই মূল্য দিচ্ছি। তারা কঠোর পরিশ্রম করেছে, আমি তাদের ধন্যবাদ জানাতে চাই।’
এমএমআর/আরআইপি