ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কোয়ার্টার ফাইনাল খেলতে পারবেন না মেসি-নেইমার-রোনালদো!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ৩০ জুন ২০১৮

বিশ্বকাপের গ্রুপ পর্ব বেশ ভালোভাবে কাটিয়েছেন এবারের আসরের সেরা তারকারা। শনিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড। এখান থেকেই শুরু তারকা পতন। সবার প্রথম দিনেই মাঠে নামছেন মেসি ও রোনালদো। ভালো খবরের মাঝেও একটু বিপদ সংকেতও রয়েছে তাদের জন্য। পান থেকে চুন খসলেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল মিস করতে পারেন তারা।

গ্রুপ পর্বের ম্যাচগুলোতে হলুদ কার্ড খাওয়ায় এ ম্যাচে তাদেরকে অনেক সাবধানী হয়ে খেলতে হবে। সঙ্গে রয়েছেন নেইমারও। এই তিন নামীদামী ফুটবলারই গ্রুপ পর্বে একটি হলুদ কার্ড পেয়েছেন।

যদি দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আবার হলুদ কার্ড পান তাহলে দুই হলুদ কার্ড পাওয়াও এক ম্যাচ বহিষ্কার হবেন তারা। সেক্ষেত্রে তাদের দল যদি কোয়ার্টার ফাইনাল খেলেও সেখানে দেখা যাবে না তাদের।

শুধু তারাই নন, বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার দলগুলোর অনেকেরই রয়েছে একটি করে হলুদ কার্ড। যে কারণে সতর্কতার সঙ্গেই প্রতিপক্ষকে ট্যাকেল করতে হবে তাদের। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে রোনালদো খেলবেন উরুগুয়ের বিপক্ষে, মেসি খেলবেন ফ্রান্সের বিপক্ষে এবং নেইমার খেলবেন উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর বিপক্ষে।

আরআর/এমএস

আরও পড়ুন