প্রস্তুত দানিলো, ফেরার পথে মার্সেলো
রাশিয়া বিশ্বকাপের শুরুটা মন্দ হয়নি ব্রাজিলের। গ্রুপ পর্বে ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ষোলতে পা রেখেছে সেলেসাওরা। মাঠের ফলাফল সন্তোষজনক হলেও খেলোয়াড়দের ফিটনেসের অবস্থা খুব একটা পক্ষে নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
রাশিয়া বিশ্বকাপে মাত্র ৩টি ম্যাচ খেলেই ইনজুরিতে পড়েছেন দলের ৩ তারকা ফুটবলার। প্রথমে দানিলো, পরে ডগলাস কস্তা ও সবশেষে দলের অপরিহার্য সদস্য মার্সেলো। তবে ব্রাজিলের জন্য ভাল সংবাদ হল দানিলো ইতোমধ্যেই সেরে উঠেছেন।
শুক্রবারে দলের সাথে একই গতিতে অনুশীলন করেছেন এ ব্রাজিলিয়ান রাইট ব্যাক। অন্যদিকে মার্সেলো শুক্রবার দলের সাথে অনুশীলন না করলেও পরদিন করবেন বলে আশাবাদী ব্রাজিল কোচ তিতে। তিনিও সেরে ওঠার পথেই রয়েছেন। মেক্সিকোর বিপক্ষে তাকে মাঠে পাওয়ার ব্যাপারে আশাবাদী ব্রাজিল দল।
কেবল ডগলাস কস্তার অবস্থারই কোন উন্নতি হয়নি। কোস্টারিকার বিপক্ষে চোটে পড়া এ উইঙ্গার এখনো পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, ব্রাজিল সেমিফাইনালে পৌঁছলে তিনি আবার সেলেসাওদের হয়ে খেলতে পারবেন।
ডিকেটি/এসএএস/এমএস