দাঁতে ছুরি নিয়ে ফ্রান্সের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা!
কাজানের আকাশে এখনো আর্জেন্টিনার পতাকা পতপত করে উড়ছে। শনিবার বিকেল গড়ানোর পর সেটি আর থাকবে কি-না সময়ই বলে দিবে। ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের কঠিনতম ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। অগ্নিপরীক্ষার এই ম্যাচে হারলেই বিদায় জিতলেই কোয়ার্টার ফাইনাল। বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার যে পারফরম্যান্স তাতে আর্জেন্টাইন সমর্থকরাও খুব আশাবাদী হতে পারছে না। তাই এই ম্যাচে হয় বাঁচো নয় মরো এই মনোভাব নিয়েই খেলবে আর্জেন্টিনা।
ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে সংবাদ সম্মেলনে আসেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। সেখানে তিনি অনেকটা রূপক অর্থেই বলে ফেলেন, ‘দাঁতে ছুরি নিয়ে ফ্রান্সের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। একটা দল খেলবে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অন্য দেশটি খেলবে জীবন বাজি রেখে।’
আর্জেন্টাইনদের প্যাশন দেখেও অভিভূত সাম্পাওলি। ‘আর্জেন্টাইনদের মধ্যে আমি আরো বেশি আবেগ দেখতে চাই কিন্তু সবকিছুর ঊর্ধ্বে হলো ফুটবল। মেসির চিন্তাধারণা সবকিছু জিনিয়াসদের মত। আমরা তার ধারণা, তার চিন্তা অনুযায়ীই খেলার চেষ্টা করবো সবসময়।’
ফ্রান্সের বিপক্ষে ইতোমধ্যে দল নিয়ে প্ল্যান করে ফেলেছেন মেসি এবং সাম্পাওলি। সংবাদ সম্মেলনে তেমনটাই জানালেন কোপা আমেরিকা জয়ী সাম্পাওলি। ‘আমরা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বিভিন্নভাবে অনুশীলন করেছি। আমি মেসিকে বলেছি যে, আমরা ইতোমধ্যে আক্রমণাত্মকভাবে প্ল্যান বাস্তবায়ন করেছি।’
আরআর/জেএইচ