ইংল্যান্ডকে হারানোর কথা ভাবছে না বেলজিয়াম
বিশ্বকাপের সব গ্রুপগুলোর খেলা যেখানে শেষ দিনে জমে উঠেছে সেখানে গ্রুপ ‘জি’ এর ভবিষ্যত পুরোটাই নিশ্চিত। নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই শেষ ষোলতে জায়গা নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড ও বেলজিয়াম। আজ এ দুই দল মুখোমুখি হবে কেবল গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার জন্য।
শেষ ষোল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় আপাতত তাই এ ম্যাচ নিয়ে ভাবছেন না বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ। মার্টিনেজ বলেন, ‘আমরা কোয়ালিফাই করেছি এবং এটিই আমাদের প্রধান লক্ষ্য ছিলো। এখন আমাদেরকে খেলোয়াড়দের দিকে তাকাতে হবে। আমরা ভালো খেলতে চাই কিন্তু জয় আমাদের প্রাধান্য নয়। এটাই বাস্তবতা। আমরা কোয়ালিফাই করতে চেয়েছিলাম এবং আমরা সেটি করে ফেলেছি।’
‘আমাদের কিছু খেলোয়াড় রয়েছে যারা হলুদ কার্ড পেয়েছে। আমি মনে করি না, তাদের মাঠে নামিয়ে ঝুঁকিতে ফেলাটা আমাদের জন্য পেশাদার হবে। নক আউটে ভালো করার জন্য দলের সবাইকে রক্ষা করাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
ইংল্যান্ডের বিপক্ষে দলের নিয়মিত খেলোয়াড়কে ঝুঁকি থেকে রক্ষা করার পাশাপাশি বেঞ্চের খেলোয়াড়দেরও সুযোগ দিতে চান বেলজিয়াম কোচ। মার্টিনেজ বলেন, ‘যখন আমি মস্কোতে পৌঁছাই আমি বলেছিলাম, আমি দলের প্রতিটি খেলোয়াড়কে বিশ্বাস করি। তাই এখন তাদেরকে বিশ্বাস না করা আমার মূর্খতা হবে। তারা অনুশীলনে খুবই পরিশ্রম করেছে এবং বিশ্বকাপে একাদশে থাকার যোগ্যতা অর্জন করেছে।’
ডিকেটি/আরআর/আরআইপি