ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জার্মানির বিদায়ে ব্যথিত আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২৮ জুন ২০১৮

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা রঙ লাগিয়েছে বিশ্ব ক্রিকেটেও। বিশ্বকাপ শুরুর আগেই অনেক নামী তারকা ক্রিকেটার নিজেদের সমর্থন জানিয়েছিলেন নিজ নিজ প্রিয় দলের প্রতি। ব্যতিক্রম নন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও। তবে তিনি শুভকামনা নয়, সহমর্মিতা প্রকাশ করেছেন নিজের প্রিয় জার্মানির জন্য।

কেননা বুধবার রাতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই ছিটকে গিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দল জার্মানি। গ্রুপের তিন ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে তারা, সেটিও সুইডেনের বিপক্ষে একদম শেষ মুহূর্তের গোলে। হতাশাজনক পারফরম্যান্সে বাদ পড়ার পর পাকিস্তানি অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে পাশে পাচ্ছে জার্মানি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় আফ্রিদি লিখেন, ‘হতাশ হয়ো না তোমরা, চ্যাম্পিয়নরা কখনো হারে না বন্ধু। তারা কেবল একটা বিরতি নেয় এবং পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে ফেরত আসে। তবে সকল সমর্থকদের মতো আমিও  জার্মানির পরাজয়ে হতাশ। সাহসী ফুটবল খেলে জয় ছিনিয়ে নেয়ায় কোরিয়ানদের অভিনন্দন।’

এসএএস/জেআইএম

আরও পড়ুন