ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ব্রাজিলের বিপক্ষে নিষিদ্ধ মেক্সিকান তারকা মোরেনো

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২৮ জুন ২০১৮

আগামী সোমবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে জার্মানিকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেয়া মেক্সিকো। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জিতেই মূলত দ্বিতীয় পর্ব নিশ্চিত হয়েছিল মেক্সিকোর। শেষ ম্যাচে সুইডেনের কাছে ৩-০ গোলে হারায় তাই খুব একটা ক্ষতি হয়নি ‘এল ট্রাই’দের।

তবে সুইডেনের কাছে হেরে যাওয়া ম্যাচের ক্ষতিটা ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলর ম্যাচে টের পাবে মেক্সিকো। কারণ বুধবার রাতে সুইডেনের বিপক্ষে চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় হলুদ কার্ডটি দেখেছেন মেক্সিকোর তারকা ডিফেন্ডার হেক্টর মোরেনো।

যার ফলে কার্ডজনিত নিষেধাজ্ঞার বলি হয়ে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না মোরেনো। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষেও একটি হলুদ কার্ড দেখেছিলেন মোরেনো। সেই হলুদ কার্ডে দলের খুব একটা ক্ষতি হয়নি। কিন্তু সুইডেনের বিপক্ষে কার্ডে হল দ্বিমুখী ক্ষতি।

প্রথমত, তার ফাউলের কারণে ম্যাচে পেনাল্টি পেয়েছিল সুইডেন। দ্বিতীয়ত দুই হলুদ কার্ডের কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধও হতে হল মোরেনোকে। ফলে তাকে ছাড়াই ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে নামবে মেক্সিকো।

এসএএস/জেআইএম

আরও পড়ুন