ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দ্বিতীয় রাউন্ডে যাওয়ার ক্ষমতা আছে সুইডেনের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:২০ পিএম, ২৭ জুন ২০১৮

দুর্দান্তভাবে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল সুইডেন। কিন্তু দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টোপিঠ দেখতে হয় তাদের। জার্মানির সঙ্গে দাঁতে দাঁত লেগে লড়াই করে শেষ মুহূর্তের গোলে হেরে যায় তারা। বিশ্বকাপ বাছাইপর্বে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে সুযোগ করে নেওয়া সুইডেনের ক্ষমতা রয়েছে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার।

সুইডেনের সাবেক স্ট্রাইকার কেনেত এন্ডারসন মনে করেন এই সুইডেনের ক্ষমতা রয়েছে মেক্সিকোকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। গোল ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে এন্ডারসন বলেন, ‘আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারি। আপনাকে সতর্ক থাকতে হবে যে, বিশ্বকাপে খুব কম সংখ্যক ম্যাচই খেলতে পারে সবাই। এটা কোন মৌসুম নয়। দীর্ঘদিন আপনি টানা ভালো খেলে যেতে পারবেন না।’

মেক্সিকোকে ভালো ব্যবধানে হারাতে পারলেই তারা উঠে যাবে দ্বিতীয় রাউন্ডে। কিন্তু মেক্সিকোর বাঁধা টপকানো সহজ হবে না। ‘আমার মনে হয়, সুইডেনের আরেকটা প্রজন্ম আসছে। দলগতভাবে লড়াই করার তাড়নাটা রয়েছে তাদের ভেতর। এখানে ভালো কিছু খেলোয়াড়ও রয়েছে। আমার মনে হয়, দলের প্রতি সকলের চাওয়াটা অনেক বেশি। কিন্তু বিশ্বকাপের মঞ্চে আপনি জানেন না কী হতে যাচ্ছে।’

দ্বিতীয় রাউন্ডে ওঠার লক্ষ্যে নিজেদের শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে সুইডেন। এই ম্যাচে অন্তত ২ গোলের ব্যবধানে জিতলেই মেক্সিকোকে টপকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে সুইডেন।

আরআর/এমএস

আরও পড়ুন