ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পেনাল্টি মিস করে ইতিহাসে নাম লেখালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২৬ জুন ২০১৮

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে পর্তুগাল। ম্যাচে একটি পেনাল্টি মিস করেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম ম্যাচে পেনাল্টি থেকে গোল করেলও এই ম্যাচে পেনাল্টি মিস করে বসেন এই তারকা। আর সেটিই ম্যাচ শেষে একটি ইতিহাস হয়ে দাঁড়ায়। সংখ্যায় সংখ্যায় সেই ম্যাচের কিছু চিত্র দেখে নেওয়া যাক।

১ : বিশ্বকাপ ইতিহাসে ক্রিশ্চিয়ানো রোনালদোই প্রথম পর্তুগিজ ফুটবলার যিনি ম্যাচে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন।

১ : আলিরেজা বেইরানভান্দ প্রথম গোলরক্ষক যিনি বিশ্বকাপে পর্তুগিজ কোন ফুটবলারের পেনাল্টি সেভ করেছেন।

২ : বিশ্বকাপে মাত্র দুবারই গ্রুপ পর্বের সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে যেতে পেরেছে পর্তুগাল।

৪ : বিশ্বকাপ ইতিহাসে চতুর্থবারের মতো গ্রুপ পর্ব পার হলো পর্তুগাল। সর্বশেষ ২০১০ সালে গ্রুপ পর্ব পেরিয়েছিল তারা।

৫ : জাতীয় দলের হয়ে রোনালদোর টানা পাঁচটি গোলের পর প্রথম গোল করলেন রিকার্ড কারেজমা।

১৩ : পর্তুগালের হয়ে ১৩টি পেনাল্টি নিয়ে ৬টি পেনাল্টিই মিস করেছেন রোনালদো। যা মোট পেনাল্টির প্রায় ৪৬ শতাংশ। যদিও তার পেশাদার ফুটবলে পেনাল্টিতে গোল করার পরিমাণ ৮০ শতাংশ।

১৯ : বিশ্বকাপ ইতিহাসে এক টুর্নামেন্টে সর্বোচ্চ ২০টি পেনাল্টি দেখা গেছে রাশিয়া বিশ্বকাপে। পর্তুগাল-ইরান ম্যাচে ২টি পেনাল্টি হওয়ার মাধ্যমে রেকর্ডটি হয়।

আরআর/আরআইপি

আরও পড়ুন