ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হাসপাতালে পেরুর ফুটবলার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:৫৭ পিএম, ২৪ জুন ২০১৮

৩৬ বছর পর বিশ্বকাপ খেলতে এসে রাশিয়া বিশ্বকাপে সুবিধা করতে পারেনি পেরু। প্রথম ম্যাচে ডেনমার্ক এবং পরের ম্যাচে ফ্রান্সের কাছে হেরে আগেভাগেই বিদায় নিশ্চিত করে ফেলেছে পেরুভিয়ানরা। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেবল নিয়মরক্ষার জন্য লড়তে নামবে তারা।

তবে বিদায়ের পর আরো একবার দুঃসংবাদ শুনলো পেরু। ট্রেনিং সেশনে পেরুর ফুটবলার জেফারসন ফারফান নিজ দলের গোলরক্ষকের সাথে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে মাঠেই অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেও এখনো ডাক্তারদের নিবিড় পরিচর্যায় আছেন পেরুর হয়ে ৮৪ ম্যাচে ২৫ গোল করা এই স্ট্রাইকার । অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচে পেরুর হয়ে মাঠে নামতে পারবেন না তিনি।

পেরু ফুটবল দল একটি বার্তায় জানায়, ‘আজকের (রোববার) অনুশীলন ম্যাচের সময় জেফারসন ফারফানের সাথে প্রতিপক্ষ গোলরক্ষকের একটি সংঘর্ষ হয়। এতে তার মস্তিষ্কে চোট লাগে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমাদের ডাক্তার হুলিও সেগুরার অধীনে এখন সবকিছু জেফারসনের পক্ষেই রয়েছে।’

ডিকেটি/আইএইচএস

আরও পড়ুন