ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও খুশি মরক্কোর কোচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ২১ জুন ২০১৮

অনেক আশা নিয়ে এসেছিল মরক্কো। ১৯৯৮ সালের পর প্রথমবারের মত বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েই আফ্রিকান দেশটি বিশ্বকাপে ভালো করার স্বপ্নে বিভোর ছিল। কিন্তু গ্রুপ পর্বেই সেই স্বপ্নের ইতি টানতে হয় দেশটিকে। ইরান ও পর্তুগালের বিপক্ষে দুর্দান্ত খেলেও দুই ম্যাচেই হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা। কিন্তু দলের পারফরম্যান্সে খুশি মরক্কোর কোচ হার্ভে রেনার্ড।

প্রথম ম্যাচে আত্মঘাতী গোল এবং দ্বিতীয় ম্যাচে রোনালদোর দুর্দান্ত হেডে স্বপ্ন ভঙ্গ হয় মরক্কোর। কিন্তু দুই ম্যাচেই অনেক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন মরক্কোর ফুটবলাররা। কিন্তু দলের পারফরম্যান্সে পুরো মরক্কোর খুশি হওয়া উচিৎ বলে মনে করেন তিনি। ‘দলের এমন পারফরম্যান্সে আমি গর্বিত। খেলোয়াড়দের নিয়ে আমি গর্ব করি। এই দেশের সঙ্গে থাকতে পেরেও আমি গর্বিত।’

রেনার্ডই একমাত্র কোচ যিনি দুটি ভিন্ন দেশ আইভরি কোস্ট ও জাম্বিয়ার হয়ে আফ্রিকান ন্যাশন্স কাপ জিতেছেন। পর্তুগালের বিপক্ষে হারার পর তিনি বলেন, ‘জয়টা আমাদের প্রাপ্য ছিল। আমরা ৫-৬টা সুযোগ পেয়েছিলাম দ্বিতীয়ার্ধে। এই পরিস্থিতিতে সব মরক্কান মানুষ গর্ব করতেই পারে তাদের দল নিয়ে।’

পর্তুগালের বিপক্ষে খেলোয়াড়দের গোল মিসের মহড়ার পরেও খেলোয়াড়দের সঙ্গেই থাকলেন কোচ। ‘আমাদের অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে। ফুটবলে এমন উত্থান পতন থাকবেই। আমাদের আরো কার্যকর ভূমিকা রাখা উচিৎ। কারণ, আমরা অনেক সুযোগ পেয়েছিলাম কিন্তু কাজে লাগাতে পারিনি। তবে কাউকে দোষারোপও করছি না। কারণ এটাই ফুটবল। আমরা অনেক ঝুঁকি নিয়ে খেলেছি তবুও ফলাফল বের করতে পারিনি।’

আরআর/জেআইএম

আরও পড়ুন