ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এবারের বিশ্বকাপ আমার হবে : হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২১ জুন ২০১৮

বিশ্বকাপে নিজেদের শুরুটা দারুণভাবে করেছে ডার্ক হর্স বেলজিয়াম। প্রথম ম্যাচেই রোমেলু লুকাকুর জোড়া গোলে পানামাকে উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে। ম্যাচে গোল না পেলেও দারুণ একটি অ্যাসিস্ট করেছেন দলের সেরা তারকা ইডেন হ্যাজার্ড।

দলের এমন শুরুর পর হ্যাজার্ড মনে করছেন, এ বিশ্বকাপে ভালো করতে পারবেন তিনি। কারণ সবকিছুই আনুকূল্যে রয়েছে। চেলসির এই মিডফিল্ডার বলেন, ‘মনে হয়, এ বিশ্বকাপটি আমার হবে। আমার বয়স ২৭ বছর এবং এটি আমার দ্বিতীয় বিশ্বকাপ। আমি একটি ভালো ব্যক্তিগত মৌসুমও কাটিয়েছি। এ সব কিছুই আমার অনুকূলে রয়েছে একটি ভালো টুর্নামেন্ট কাটানোর জন্য।’

শুধু নিজেকে নিয়ে নয়, দলকে নিয়েও ভীষণ আশাবাদী হ্যাজার্ড। প্রথম ম্যাচের ফলেও সন্তুষ্ট তিনি, ‘অনেকে আমাদের নিয়ে আশাবাদী। আমরা দেখছি যে রাশিয়া বাদে প্রতি দলই ১-০ কিংবা ২-০ ব্যবধানে ম্যাচ জিতছে। সেখানে আমরা জিতেছি ৩-০ তে। এটা খারাপ ফলাফল নয়। তবু সবাই আশা করে, আমরা আরও ভালো ফুটবল খেলবো।’

ডিকেটি/এমএমআর/জেআইএম

আরও পড়ুন