মাত্র ২ ম্যাচেই ৮ গোল করে রাশিয়ার রেকর্ড
বিশ্বকাপের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে এক পা দিয়ে রাখলো রাশিয়া। নিজেদের দ্বিতীয় ম্যাচে মোহামেদ সালাহর মিসরকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারায় রুশরা। এদিন মিসরের জার্সি গায়ে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নামেন সালাহ। পেনাল্টি থেকে এক গোল করলেও দলের হার এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না। সংখ্যায় সংখ্যায় দেখে নেওয়া যাক ম্যাচের গুরুত্বপূর্ণ চিত্র।
১- ১৯৯০ সালে মাগদি আবদেলঘানিরর পর প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল করলেন।
১- ১৯৮৬ সালের পর থেকে প্রতি বিশ্বকাপেই অন্তত একটি করে আফ্রিকান দল দ্বিতীয় রাউন্ডে উঠেছে।
১- বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে ৮ গোল দেওয়ার ঘটনা যুগ্নভাবে প্রথম। ১৯৩৪ সালে ইতালি প্রথম দুই ম্যাচে ৮ গোল করেছিল।
৩- ডেনিস চেরিশেভের বিশ্বকাপে গোলসংখ্যা ৩টি, অথচ গত দুই লা লিগাতে তার গোলসংখ্যা মাত্র ২টি।
৪- প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয়ী ফুটবলাররা টানা চারটি বিশ্বকাপে গোল করলো। (২০০৬- অরি, ২০১০- দ্রগবা, ২০১৪- সুয়ারেজ)
৫- রাশিয়া বিশ্বকাপে ৫টি আত্মঘাতী গোল হয়েছে যা বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৯৮ সালে সর্বোচ্চ ৬টি আত্মঘাতী গোল হয়েছিল।
৮- বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে ৮ গোল করেছে রাশিয়া। যা ২০১০ বিশ্বকাপে স্পেন পুরো টুর্নামেন্টে করে বিশ্বকাপ জিতেছিল।
১১- মোহামেদ সালাহ ক্লাব এবং জাতীয় দলের হয়ে ১২টি প্রতিযোগিতায় অংশ নিয়ে ১১টিতেই গোল করেছেন।
আরআর/এমএস