ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রোনালদো একাই পর্তুগাল নয় : পর্তুগিজ কোচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:৫২ পিএম, ২০ জুন ২০১৮

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে পর্তুগাল। ম্যাচে পর্তুগিজদের ৩ গোলের সবকয়টি একাই করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ ফুটবল দলে রোনালদোর প্রতি নির্ভরতার খবর নতুন কিছু নয়। তবে এই কথা মানতে নারাজ পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস।

সান্তোসের মতে পর্তুগিজ দলে রোনালদো ছাড়াও আরো অনেক ফুটবলার রয়েছেন যারা কিনা ম্যাচ জেতানোর সামর্থ্য রাখেন। তবে দলে রোনালদোর গুরুত্ব যে অপরিসীম তা মেনে নিতে কোন সংশয় নেই পর্তুগিজ কোচের।

বুধবার মরক্কোর বিপক্ষে ম্যাচ খেলতে নামার আগে, ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সান্তোস বলেন, ‘ফুটবল কোন একক খেলা নয়, এটি দলীয়ভাবেই খেলতে হয়। পর্তুগাল দলটা কেবল ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়েই নয়। আমরা একটা দল, যাদের ভাল করার প্রবল ইচ্ছে রয়েছে। এমন নয় যে ব্যক্তিগত সাফল্য কিংবা রেকর্ডেই আমরা সন্তুষ্টির ঢেকুর তুলি।’

এসময় নিজের দলের অন্যান্যদের প্রতি আস্থার কথাও জানান তিনি। মরক্কোর বিপক্ষে জয় পেতে রোনালদোর জ্বলে ওঠার পাশাপাশি দলের বাকি খেলোয়াড়দেরও ভাল খেলা সমান গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

সান্তোস বলেন, ‘আপনারা জানেন, আমাদের দলে ক্রিশ্চিয়ানো ছাড়াও আরও ২২ জন খেলোয়াড় আছে। আমরা পর্তুগিজ জাতীয় ফুটবল দল এবং আমাদের অবশ্যই মরক্কোকে হারাতে হবে। আমি আশা করি রোনালদো এই ম্যাচে জ্বলে উঠবে কিন্তু একার পক্ষে কখনোই ম্যাচ জেতানো সম্ভব নয়।’

এসএএস/পিআর

আরও পড়ুন