ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

স্পেনকে ভয় পাচ্ছে না ইরান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ১৯ জুন ২০১৮

চার বিশ্বকাপে তিন দলকে কোচিং করানোর মত অসাধারণ অভিজ্ঞতার রয়েছে তার। মরক্কোকে হারিয়ে বিশ্বকাপেও দারুণ শুরু করেছে কার্লোস কুইরোজের ইরান। তবে শুধু মরক্কোকে হারানোই নয়, গ্রুপের বাকি দুই জায়ান্ট স্পেন ও পর্তুগালের বিপক্ষেও নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে চায় ইরান।

ইরানের পরবর্তী ম্যাচ শক্তিশালী স্পেনের বিপক্ষে। স্পেনের চেয়ে তুলনামূলক দুর্বল শক্তির দল হলেও নিজেদের সামর্থ্যের পুরোটা দিয়ে বিশ্বকে চমকে দিতে চান কুইরোজ। স্পেনের বিপক্ষে ম্যাচ নিয়ে এক সংবাদ সম্মেলনে, প্রতিপক্ষ নিয়ে তার ভাবনার কথা জানতে চাওয়া হলে কুইরোজ জানান, ‘স্পেনের বিপক্ষে? এই ম্যাচে গোলরক্ষকের জায়গা থেকে শুরু করে স্ট্রাইকার পর্যন্ত সকলেরই কিছু না কিছু করতে হবে। ভিন্ন রকমের কৌশল নিয়ে, সেটা মাঠে আমরা কাজে লাগাবো।’

তবে মরক্কোর বিপক্ষে জয়টা এখনও উপভোগ করছেন বর্ষীয়ান এই কোচ। পঞ্চমবার বিশ্বকাপে অংশগ্রহণ করলেও এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপে কোন ম্যাচ জিতল ‘টিম মেলিরা’। মরক্কোর বিপক্ষে জয় সম্পর্কে কুইরোজ বলেন, ‘এটা দারুণ একটা জয় ছিল। আমরা পূর্ণ তিন পয়েণ্টও অর্জন করে নিয়েছি। ম্যাচের শুরু থেকেই আমাদের পরিকল্পনা ছিল, তাদের মানসিকভাবে হারিয়ে দেওয়া। আমরা সেটাই করতে সক্ষম হয়েছি। তবে এখন আমাদের পরবর্তী ম্যাচ স্পেনের বিপক্ষে এবং সেদিকেই লক্ষ্য রাখতে হবে।’

এসএস/আইএইচএস/এমএস

আরও পড়ুন