শুরুতেই গোল করতে চান ইসকো
রাশিয়া বিশ্বকাপে এখনও পর্যন্ত ফ্রান্স ছাড়া ফেবারিটদের কেউই তাদের প্রথম ম্যাচে জয় পায়নি। স্পেনও এর ব্যতিক্রম নয়। নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে তারা। এ কারণেই পরবর্তী ম্যাচ জয়ের বিকল্প দেখছেন না স্পেন মিডফিল্ডার ইসকো অ্যালার্কন।
মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে ইসকো বলেন, ‘এটি কঠিন একটি ম্যাচ হতে চলেছে। যেটা আমাদের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ করে দেবে। আমরা ম্যাচের প্রথম মিনিট থেকেই গোল করতে চাই। যদিও এটা সহজ হবে না। (ইরানের বিপক্ষে) এই ম্যাচে আমাদের প্রথাগত ধারাতেই খেলবো; কিন্তু চারদিকে আমাদেরকে আরো বেশি বল পাস দিতে হবে এবং বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে হবে। যদি আমরা তাড়াতাড়ি খেলি, তাহলে সুযোগ আসবে। আমি আশা করি, এই ম্যাচে তাড়াতাড়ি গোল বের করে আনতে পারবো।’
অন্যদিকে ‘বি’ গ্রুপে ইরান নিজেদের প্রথম ম্যাচে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। তারাই বর্তমানে গ্রুপ ‘বি’-তে পয়েণ্ট টেবিলের শীর্ষে রয়েছে। আন্ডারডগ হিসেবে নামলেও ইরানের বিপক্ষে তিন পয়েণ্ট পেতে যে স্পেনের ঘাম ঝরবে তা বলাই বাহুল্য!
ডিকেটি/আইএইচএস/এমএস