জেনে নিন ইংল্যান্ড-তিউনিসিয়া ম্যাচে খেলছেন কারা
বিশ্বকাপে এখনও পর্যন্ত ফেবারিটদের মধ্যে অনায়াসে জয় পেলো বেলজিয়াম। আজ দিনের দ্বিতীয় খেলায় নবাগত পানামাকে তারা হারিয়েছে ৩-০ গোলে। এর আগে ফেবারিটদের মধ্যে কষ্টার্জিত হলেও জয় পেয়েছে ফ্রান্স। তারা ২-১ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। বাকি ফেবারিটরা সবাই হোঁচট খেয়েছে। আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন ড্র করেছে। হেরেছে জার্মানি।
ফেবারিটদের মধ্যে বাকি রয়েছে ইংল্যান্ড। জি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আজ তারা মুখোমুখি হচ্ছে আফ্রিকান দেশ তিউনিসিয়ার। ভলগোগ্রাদ এরেনায় বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হচ্ছে দল দুটি। এই গ্রুপের প্রথম ম্যাচে ইতিমধ্যেই বেলজিয়াম পানামাকে হারিয়ে এগিয়ে রইলে। তিউনিসিয়া ইংল্যান্ড ম্যাচে যে জিতবে, এগিয়ে থাকবে তারাও।
এমন সম্ভাবনাকে সামনে রেখে তিউনিসিয়া এবং ইংল্যান্ড দু’দলই চেষ্টা করেছে শক্তিশালী একাদশ মাঠে নামাতে। ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট তার সম্ভাব্য সেরা একাদশই বাছাই করেছেন। তিউনিসিয়া কোচ নাবিল মা’লউলও চেষ্টা করেছেন সেরা দল বাছাই করতে।
আসুন দেখে নেয়া যাক, এই ম্যাচে দু’দলের একাদশে থেকে খেলতে নামছেন কারা কারা।
তিউনিসিয়া একাদশ : মোয়েজ হোসেন (২২) (গোলরক্ষক), ইয়াসিন মেরিয়াহ (৪), সিয়াম বিন ইউসুফ (২), আলি মালোল (১২), দাইলান ব্রুন (১১), ফেরজানি সাসি (১৩), ইলিয়াস এসখিরি (১৭), আনিস বদ্রি (৯), ফখরুদ্দিন বিন ইউসুফ (৮), নাইম স্লিতি (২৩), ওয়াহবি খাজরি (১০)।
ইংল্যান্ড একাদশ : জর্ডান পিকফোর্ড (১) (গোলরক্ষক), জন স্টোনস (৫), হ্যারি ম্যাগুইরে (৬), কাইল ওয়াকার (২), জর্দান হেন্ডারসন (৮), ডেলে আলি (২০), হেসে লিনগার্ড (৭), অ্যাশলে ইয়াং (১৮), কেইরান ট্রিপার (১২), রাহিম স্টার্লিং (১০), হ্যারি কেইন (৯) (অধিনায়ক)।
আইএইচএস/এমআরএম