ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সংখ্যায় সংখ্যায় জার্মানি-মেক্সিকো ম্যাচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৮ জুন ২০১৮

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেল গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর কাছে তারা ১-০ গোলে হেরেছে। মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন লোজানো। সংখ্যায় সংখ্যায় দেখে নেওয়া যাক সেই ম্যাচের চিত্র।

১- প্রথমবারের মতো বর্তমান কোন বিশ্ব চ্যাম্পিয়ন দলকে বিশ্বকাপে হারিয়েছে মেক্সিকো।

৩- বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে খেলার গৌরব অর্জন করলেন রাফা মার্কুয়েজ। (বুফন ৫টি বিশ্বকাপে দলে থাকলেও খেলেছেন ৪টি বিশ্বকাপে)।

৩- টানা তৃতীয় বিশ্বকাপে তার আগের বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল নিজেদের প্রথম ম্যাচে জয়হীন থাকলো। ২০১০ সালে ইতালি ১-১ প্যারাগুয়ে, ২০১৪ সালে নেদারল্যান্ডস ৫-১ স্পেন।

৭- শেষ ৭টি বিশ্বকাপেই জার্মানি তাদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে। যেখানে তারা গোলই করেছিল সবমিলিয়ে ২০টি।

৩৬- ১৯৮২ সালের বিশ্বকাপে সর্বশেষ নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছিল জার্মানি।

৪৪- ১৯৭৪ সালে অর্থাৎ ৪৪ বছর আগে বিশ্বকাপে সর্বশেষ প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচ জিতেছিল জার্মানি।

১৯৯৮- বিশ্বকাপে প্রথম গোল খেয়ে ১৯৯৮ সালের পর কোন ম্যাচ জিততে পারেনি জার্মানি। সেবার মেক্সিকোর সাথে ২-১ গোলে জিতেছিল জার্মানি।

আরআর/পিআর

আরও পড়ুন