ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলকে নেতৃত্ব দেবেন মার্সেলো

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ১৭ জুন ২০১৮

এক অধিনায়ক তত্ত্বে বোধ হয় একেবারেই আস্থা নেই তিতের। ব্রাজিল কোচের অধীনে দলে নেতৃত্বের পালাবদল চলছেই। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। পাঁচবারের বিশ্বকাপজয়ী দলটিকে আজ নেতৃত্ব দেবেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলো।

যদিও শোনা যাচ্ছিল, কোচ তিতে তার পরিকল্পনা বদল করতে পারেন। এর আগে বারবার নেতৃত্ব পরিবর্তন করলেও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে একজন অধিনায়কের ওপর দায়িত্ব বর্তাতে পারে, এমনটাই ভাবা হচ্ছিল। প্রথম ম্যাচে মার্সেলোকে অধিনায়ক করায় মনে হচ্ছে, নেতৃত্ব বদলের প্রক্রিয়াটা পুরো বিশ্বকাপ জুড়েই চলবে।

২০১৪ সালে দুঙ্গা কোচ থাকাকালীন সময়ে থিয়াগো সিলভাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন। চিলির বিপক্ষে পেনাল্টি শূটআউটে ব্যর্থতার পর কোচ জানিয়েছিলেন, নেতা হিসেবে বেশ আবেগী সিলভা, ব্রাজিলের দরকার ঠান্ডা মাথার নেতা। এরপর নেইমারের কাছে দায়িত্ব গেছে। দলের তারকা এই ফুটবলারও বিভিন্ন কর্মকাণ্ডে মিডিয়া এবং সমর্থকদের বিরাগভাজন হয়েছেন।

তিতে তাই অধিনায়ক পরিবর্তন করেই চলেছেন। গত ২১ ম্যাচে ১৪ জন আলাদা অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন ব্রাজিলকে। আজ সেই সংখ্যাটা হবে ২২ ম্যাচ, তবে ১৪ সংখ্যাটা বদলাবে না। কারণ মার্সেলো এর আগেও দলকে নেতৃত্ব দিয়েছেন।

এখন পর্যন্ত তিতে অধিনায়ক হিসেবে যাদের দায়িত্ব দিয়েছেন তারা হলেন-দানি আলভেজ (৪ বার), মিরান্ডা (৩), নেইমার (২), মার্সেলো (২)। এছাড়া কাসিমিরো, রেনাটো অগাস্টা, গ্যাব্রিয়েল হেসুস, উইলিয়ান, ফিলিপ কৌতিনহো, ফার্নান্দিনহো, মার্কুইনহস, ফিলিপ লুইস এবং রবিনহো একবার করে দলকে নেতৃত্ব দিয়েছেন।

এমএমআর/পিআর

আরও পড়ুন