আগেই মেসিকে নিয়ে কাজ করেছেন আইস গোলরক্ষক
রাতটা বোধহয় অনেক লম্বাই হয়েছে মেসির জন্য। নবাগত আইসল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে পেনাল্টি মিস করে দলকে তিন পয়েন্ট এনে দিতে ব্যর্থ হন তিনি। অন্যদিকে মেসির পেনাল্টি রুখে দিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন আইসল্যান্ডের ‘ফিল্ম ডিরেক্টর’ গোলরক্ষক হ্যালডরসন। মেসির মতো খেলোয়াড়দের পেনাল্টি সেভ করাটা সহজ ব্যাপার নয়, যেটা অবলীলায় করে দেখিয়েছেন তিনি। অনুশীলনেই এটা নিয়ে কাজ করেছিলেন হ্যালডরসন।
ম্যাচ শেষ তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এই আইস গোলরক্ষক জানান, ‘আমি এটা নিয়ে কাজ করেছি আগেই। কারণ, আমি জানতাম এমন পরিস্থিতি আসতে পারে। এটা অনেক লম্বা শট ছিল কিন্তু রুখে দিয়েছি।’
নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপে এসেই আর্জেন্টিনার বিরুদ্ধে ড্র করে বেশ উচ্ছ্বসিত আইসরা। মেসির পেনাল্টি সেভের নায়ক হ্যালডরসন বলেন, ‘আমি মেসির অনেক পেনাল্টি দেখেছি এবং আমি আরো দেখেছি তার গত কয়েক ম্যাচের পেনাল্টি নেওয়ার ভঙ্গিমা। আমি চেষ্টা করেছি ওইগুলোকে মনে রাখতে। আমার খুব করে মনে হয়েছিল, মেসি এমন শটই নিতে পারে আজকে; সেটিই হয়েছে।’
আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত খেলে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নিয়েছেন হ্যালডরসন। ‘আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলেছি এবং যে দলে বিশ্বের সেরা খেলোয়াড়রা রয়েছে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফলাফল।’
আরআর/পিআর