সংখ্যায় সংখ্যায় ক্রোয়েশিয়া-নাইজেরিয়া ম্যাচ
বিশ্বকাপের ‘গ্রুপ অফ ডেথে’ নাইজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জয় পেল ইউরোপের দেশ ক্রোয়েশিয়া। ২-০ গোলে সুপার ঈগলদের হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে আসলো মদ্রিচ রাকিতিচরা। সেই ম্যাচের কিছু মাইলফলক সংখ্যায় সংখ্যায় তুলে ধরা হলো।
০- ২০১৪ সালের পর প্রথম কোন ম্যাচের প্রথমার্ধে কোন দল একটি শটও অন টার্গেটে নিতে পারেনি। ২০১৪ সালে মেক্সিকোর বিপক্ষে ক্রোয়েশিয়ার ম্যাচটিও এমন ছিল।
১- বিশ্বকাপ ইতিহাসে নাইজেরিয়াই প্রথম দল যারা দুটি আত্মঘাতী গোল করেছেন। প্রথম আত্মঘাতী গোলটি করে ব্রাজিল বিশ্বকাপে।
২- ক্রোয়েশিয়ার বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে পেনাল্টিতে গোল করলেন মদ্রিচ। ১৯৯৮ সালে প্রথম করেছিলেন দাভর সুকার।
২- বিশ্বকাপে দ্বিতীয়বারের মত নিজেদের প্রথম ম্যাচে জয় পেল ক্রোয়েশিয়া। এর আগে ২০০২-২০১৪ পর্যন্ত তিনটি বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরেছিল তারা।
৩- ফ্রান্সিস উজোহা (১৯ বছর ২৩১ দিন) দ্বিতীয় কমবয়সী গোলরক্ষক হিসেবে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন। প্রথমে রয়েছেন উত্তর কোরিয়ার লি চ্যান-মাং (১৯ বছর ১৯১ দিন)
৫- বিশ্বকাপে একদিন এ ৫টি পেনাল্টি হওয়ার ঘটনা এই প্রথম। সর্বোচ্চ ৬টি পেনাল্টি হয়েছিল একদিন ১৯৯৮ সালের ২৪শে জুন।
৬- বিশ্বকাপে ষষ্ঠবারের মত খেলছে আফ্রিকান দেশ নাইজেরিয়া। আফ্রিকান দেশগুলোর ভেতর নাইজেরিয়াই সর্বোচ্চবার খেলেছে বিশ্বকাপে।
৬- বিশ্বকাপের প্রথম ৮ ম্যাচেই ৬টি পেনাল্টির দেখা পেল রাশিয়া বিশ্বকাপ। ২০১৪ বিশ্বকাপে ১৫ ম্যাচেও ৬টি পেনাল্টির দেখা পাওয়া যায়নি।
২৪০০- বিশ্বকাপ ইতিহাসের ২৪০০তম গোলটি করেছেন লুকা মদ্রিচ
আরআর/জেআইএম