জেনে নিন পেরু-ডেনমার্ক ম্যাচে খেলছেন কারা
বিশ্বকাপের তৃতীয় দিনে এসে খেলার মেলা। দিনের প্রথম দুই ম্যাচে ফ্রান্স মোকাবেলা করেছে অস্ট্রেলিয়ার। কোনোমতে জয় পেয়েছে ফেবারিটরা। দ্বিতীয় ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হয়ে থমকে দাঁড়াতে হয়েছে অন্যতম ফেবারিট আর্জেন্টিনাকে। ১-১ গোলে ড্র করেছে মেসির দল।
তৃতীয় ম্যাচের মুখোমুখি ‘সি’ গ্রুপের অন্য দুই দেশ ডেনমার্ক এবং পেরু। ইউরোপ এবং লাতিন আমেরিকার অন্যতম দুই সেরা দেশ। শক্তির তুলনায় কেউ কারও চেয়ে কম নয়। সবচেয়ে মজার বিষয়, ফিফা র্যাংকিংয়েও দু’দল প্রায় সমান সমান। পেরু রয়েছে ১১তম স্থানে আর ডেনমার্ক রয়েছে ১২তম স্থানে।
নিশ্চিত অর্থেই এই ম্যাচটি বেশ উপভোগ্য হবে বলেই সবার বিশ্বাস। শুধু র্যাংকিংই নয়, দু’দলই শক্তিশালী একাদশ নামাচ্ছে মাঠে। এবার জেনে নেয়া যাক, কারা কারা খেলছেন পেরু-ডেনমার্ক স্কোয়াডের একাদশে।
পেরু
পেদ্রো গ্যালেস, আলবার্তো রদ্রিগেজ, ক্রিশ্চিয়ান রামোস, মিগুয়েল আরাউজো ট্রাউকো, লুইস অ্যাডভিনচুলা, এডিসন ফ্লোরেজ, ইয়োশিমার ইয়োতুন, রেনাতো তাপিয়া, জেফারসন ফারফান, ক্রিশ্চিয়ান কিউয়েভা, আন্দ্রে ক্যারিওলা
ডেনমার্ক
ক্যাসপার স্মেইচেল, আন্দ্রেস ক্রিস্টেনসেন, সিমন কেইয়ার (অধিনায়ক), জেন্স স্ট্রেইগার লারসেন, হেনরিক ডালসগার্ড, ক্রিশ্চিয়ান এরিকসেন, থমাস ডেলানি, উইলিয়াম ভিতভেদ কেভিস্ট, নিকোলাই জারগেনসেন, পিওনে সিস্তো, ইউসুফ ইউরাই।
আইএইচএস/