ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সুয়ারেজের সমালোচনায় লিনেকার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:১২ পিএম, ১৬ জুন ২০১৮

বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাজে পারফরমেন্সের জন্য এবার সাবেক খেলোয়াড় গ্যারি লিনেকারের সমালোচনার মুখে পড়লেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। হোসে গিমিনেজের শেষ মুহূর্তের গোলে মিসরের বিপক্ষে জয় পেলেও ম্যাচে যেন নিজের ছায়া হয়ে ছিলেন সুয়ারেজ। একের পর এক দারুণ সুযোগ মিস করে প্রায় খলনায়কই বনে যাচ্ছিলেন বার্সেলোনার এই স্ট্রাইকার।

উরুগুয়ের এই তারকা ফরোয়ার্ডের এমন পারফরম্যান্স দেখে ভীষণ বিরক্ত সাবেক ইংলিশ স্ট্রাইকার লিনেকার। সুয়ারেজকে সামাজিক টুইটারে রীতিমত ধুয়ে দিয়েছেন তিনি।

ইনজুরির কারণে উরুগুয়ের বিপক্ষে মিসরের হয়ে মাঠে নামতে পারেনি দলের তারকা খেলোয়াড় মোহাম্মদ সালাহ। তবে সুয়ারেজের খেলা লিনেকারের কাছে মাঠে না থাকার মতই লেগেছে। টুইটে লিনেকার লিখেন, ‘সুয়ারেজের চেয়ে মোহাম্মদ সালাহ মাঠে ভালো ছিল।’ বোঝাই যাচ্ছে, সুয়ারেজকে কটাক্ষ করেই তার এই টুইট।

এসএস/এমএমআর/পিআর

আরও পড়ুন