ফ্রান্সকে হারাতে অস্ট্রেলিয়ার শান্ত পরিকল্পনা
ফ্রান্সের মত কঠিন দলের সাথে সাথে গ্রুপ পর্বে পড়লেও জয়ের ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়ার কোচ বার্ট ফন মারউইক। এবারের বিশ্বকাপে ফেভারিটদের তালিকায় শীর্ষে ফ্রান্স দল। দলে আছে গ্রিজম্যান, এমবাপে, পগবাদের মত সেরাদের সেরারা।
তবে এত তারকা খেলোয়াড় দলে থাকা সত্ত্বেও নিজের দলের উপর আস্থা আছে সকারুজ কোচের। মারউইক মনে করেন দলের মধ্যে সংঘবদ্ধ ফুটবলই পারে ফ্রান্সের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় এনে দিতে।
লা ব্লুজদের সাথে ম্যাচে নিয়ে অভিজ্ঞ এই কোচ জানান, ‘এখানে ভাল করার মূল চাবি হচ্ছে একতাবদ্ধ হয়ে মাঠে লড়া। তবে তা শুধু মাত্র ম্যাচের পাঁচ অথবা দশ অথবা বিশ বা ত্রিশ মিনিটের জন্য না। পুরো নব্বই মিনিট আর অতিরিক্ত সময়ের জন্য আমাদের এভাবে লড়ে যেতে হবে। তাই এভাবে খেলে যেতে হলে অবশ্যই আপনাকে শারীরিকভাবে ফিট থাকতে হবে আর মাথায় ও সেটা থাকতে হবে।’
তবে ফ্রান্সের বিপক্ষে পূর্ব অভিজ্ঞতা ও মাথায় আছে সকারুজ বসের। পূর্বের ম্যাচগুলো থেকে শিক্ষা নিয়ে এবার ফ্রান্সদলকে চমকে দিতে চান মারউইক। ‘এর আগে আমরা যতবার ফ্রান্সের মুখোমুখি হয়েছি আমরা আট নয়বার হেরেছি হয়ত। তবে ভাল করে পরিশ্রম করে যেতে পারলে তাদের সাথে জয় বা ড্রটাও অসম্ভব কিছু নয়।’
শনিবার কাজান এরিনাতে বাংলাদেশ সময় বেলা ৪ টায় মাঠে নামবে এ দু’দল।
এসএস/এসএএস/এমএস