ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘এটা মেসির শেষ বিশ্বকাপ নয়’

রফিকুল ইসলাম | মস্কো, রাশিয়া থেকে | প্রকাশিত: ০২:৩৮ এএম, ১৬ জুন ২০১৮

আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে না পারলে লিওনেল মেসিকে কী আর জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে? এমন প্রশ্ন আছে অনেকের মনে; কিন্তু মেসিদের কোচ হোর্হে সাম্পাওলি মনে করেন না যে, এটা মেসির শেষ বিশ্বকাপ। শুক্রবার মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাম্পাওলি বলেছেন, ‘মেসি এমন এক প্রতিভাবান খেলোয়াড় যে, আমি মনে করি না এটাই তার শেষ বিশ্বকাপ।’

মেসিদের কোচ বলেছেন, তার দল এখন খুব ভালো অবস্থায় আছে। উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ আইসল্যান্ডকে সমীহ করেছেন এবং জয় দিয়ে বিশ্বকাপ শুরুর আত্মবিশ্বাসের কথাও বলেছেন, ‘আমার বিশ্বাস, আর্জেন্টিনা যে বিশ্বের অন্যতম সেরা দল খেলোয়াড়রা তা মাঠে প্রমাণ করতে পারবেন।’

বড় দলের শিরোপা জয়ের চাপটা সব সময়ই থাকে; কিন্তু আর্জেন্টাইন কোচ সে চাপের বাইরে থাকতে চাচ্ছেন। ‘আমাদের চাপমূক্ত থাকতে হবে। তা নাহলে আমরা যা চাই মাঠে সেরকম পারফরম্যান্স করতে পারবো না। আমরা প্রত্যেকটি ম্যাচ উপভোগ করতে চাই। আমরা নই, মাঠে আমাদের প্রতিপক্ষরাই চাপে থাকবে’- বলেছেন আর্জেন্টিনার কোচ।

কাপ জিততে না পারলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের যে আভাস দিয়েছিলেন মেসি, সে প্রসঙ্গে হোর্হে সাম্পাওলি বলেছেন, ‘আমি বিশ্বাস করি রাশিয়া বিশ্বকাপের পরও মেসি জাতীয় দলে খেলে যাবেন। বিশ্বকাপে আমাদের ফল যাই হোক। মেসি এখন ভালো ফর্মে আছে। এই বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে মেসিকে দেখা যাবে না’- এটা বিশ্বাস করেন না আর্জেন্টাইন কোচ।

মেসির দক্ষতা এবং পেশাদারি মনোভাগ প্রসঙ্গে হোর্হে সাম্পাওলি বলেছেন, ‘আমি এটা মনে করি না যে, পরের বিশ্বকাপে দেখা যাবে না মেসিকে। সে এমন একজন দক্ষ খেলোয়াড় যে, যতদিন চাইবে ততদিনই খেলতে পারবে। সে একটা প্রতিভা, মাঠেও প্রতিভার ছাপ রাখতে পারে।’

আরআই/আইএইচএস

আরও পড়ুন