ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সংখ্যায় সংখ্যায় মিসর-উরুগুয়ে ম্যাচ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ১৫ জুন ২০১৮

বিশ্বকাপে দীর্ঘদিন পর খেলতে এসে আবারও জয়হীন থাকতে হলো মিসরকে। উরুগুয়ের বিপক্ষে শেষ মুহূর্তের গোল ০-১ ব্যবধানে হার বরণ করে নেয় সালাহর মিসর। এই ম্যাচে এক মিনিটের জন্যেও মাঠে নামেননি সালাহ। অন্যদিকে দুর্দান্ত পারফরম্যান্স করে উরুগুয়ে দল। অনেকগুলো গোলের সুযোগ পেলেও গিমেনেজের ৯০ মিনিটের করা গোলে জয় পায় উরুগুয়ে। সংখ্যায় সংখ্যা দেখে নিন ম্যাচের কিছু মাইলফলক।

০- বিশ্বকাপে তিনবার অংশ নিয়ে ৬ ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি মিসর। আফ্রিকান দলগুলোর ভেতর সবচেয়ে বাজে।

২ – উরুগুয়ের জার্সি গায়ে টানা দুই ম্যাচে গোল করলেন হোসে গিমেনেজ।

২- ৬ ম্যাচে খেলে একটিও জয়ের দেখা পায়নি মিসর। একমাত্র হন্ডুরাস (৯) তাদের থেকে বেশি ম্যাচ খেলে জয় পায়নি। নিউজিল্যান্ড (৬), এল সালভেদর (৬), বলিভিয়া (৬) মিসরের সমান ৬ ম্যাচ খেলে জয় বঞ্চিত রয়েছে।

৪- চতুর্থ বিশ্বকাপে উরুগুয়ের কোচ হিসেবে ডাগ-আউটে দাঁড়ালেন ৭১ বছর বয়সী অস্কার তাবারেজ (১৯৯০,২০১০,২০১৪)। বর্তমান বিশ্বকাপের কোচদের ভেতর তিনিই সবচেয়ে বেশিবার কোচ হিসেবে দাঁড়িয়েছেন বিশ্বকাপে।

৪৮- ৪৮ বছর পর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল উরুগুয়ে। সর্বশেষ ১৯৭০ সালে তারা প্রথম ম্যাচে জয় পেয়েছিল।

১৯৬২- উরুগুয়ে বিশ্বকাপে একবারই এওয়ে জার্সি হিসেবে লাল-কালো জার্সি পরে খেলেছিল ১৯৬২ সালে কলম্বিয়ার বিপক্ষে। সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল।

১০২২১- ১০২২১ দিন পর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেললো মিসর। ১৯৯০ সালের ২১ জুন সর্বশেষ ম্যাচ খেলেছিল তারা যেখানে ০-১ গোলে হেরেছিল ইংল্যান্ডের কাছে।

আরআর/এমএস

আরও পড়ুন