স্পেন-পর্তুগাল মহারণে ইতালিয়ান রেফারি
এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ধরা হচ্ছে ‘বি’ গ্রুপের স্পেন বনাম পর্তুগালের ম্যাচটিকে। দুই দলেই রয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল মাতানো বড় বড় তারকারা। তাই এই ম্যাচ পরিচালনায়ও দক্ষ একজন পরিচালক তথা রেফারি।
ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এরই মধ্যে জানিয়ে দিয়েছে স্পেন-পর্তুগাল মহারণের রেফারির নাম। ইতালির ৪৪ বছর বয়ষ্ক রেফারি গিয়ানলুকা রচ্চি থাকবেন ‘আইভরিয়ান ডার্বি’ খ্যাত স্পেন-পর্তুগাল ম্যাচের দায়িত্বে। তার সাথে সহকারী রেফারি হিসেবে থাকবেন এলনিত লিবেরাতোর এবং মাউরো তোনলিনো।
ফিফার এই তিন ম্যাচ অফিশিয়ালসের জন্য এই ম্যাচ পরিচালনা করা খুব একটা সহজ হতে যাচ্ছে না। কেননা দুই দলেই রয়েছেন সার্জিও রামোস-পেপের মতো সদা উত্তেজিত খেলোয়াড়। এছাড়াও দর্শকদের আগ্রহের শীর্ষে থাকায় কোন ভুল সিদ্ধান্তের জো নেই ম্যাচে।
এসএএস/জেআইএম