ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নতুন করে ‘মিশিগান’ ইতিহাস লিখতে চান পিকে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:৪২ পিএম, ১৪ জুন ২০১৮

বিশ্বকাপের শুরুর ঠিক আগ মুহূর্তে দলের কোচ হুলেন লোপেতেগুই হলেন বহিষ্কার। যদিও নতুন কোচ ফার্নান্দো হিয়েরোকে ইতিমধ্যেই নিয়োগ দিয়েছে স্পেন ফুটবল ফেডারেশন (এফএ)। তবুও কি দল আগের মত আছে, দলের ভিত্তি কি ঠিক আছে, না নড়ে গেছে অনেকটাই? স্পেনের ডিফেন্ডার জেরার্ড পিকে অবশ্য আশাহত হওয়ার মতো কিছু দেখছেন না। বরং জানিয়েছেন, আরেকবার মিশিগান ইতিহাস রচনা করতে চান তারা।

মিশিগান ইতিহাসটা কি? ১৯৮৯ সালে ‘এনসিএএ’ নামক কলেজভিত্তিক বাস্কেটবল টুর্নামেন্টে লোপেতেগুইয়ের মতোই টুর্নামেন্ট শুরুর একদিন আগে বরখাস্ত হয়েছিলেন কোচ। বাস্কেটবল দলের খেলোয়াড়েরা সেই শোক কাটিয়ে, শোককে শক্তি হিসেবে নিয়ে শিরোপা জিতে নিয়েছিলেন সেবার। পিকে ওই ঘটনাকেই প্রেরণা হিসেবে নিচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পিকে লিখেছেন, ‘ইউনিভার্সিটি অব মিশিগান বাস্কেটবল ১৯৮৯ সালে এনসিএএ শিরোপা জিতেছিল। এমনটা না যে, এটা আমাদের সাথেই প্রথম হচ্ছে। আমরা সবাই একতাবদ্ধ, অন্য প্রতিবারের তুলনায় আরও বেশি বদ্ধপরিকর।’

এসএস/এমএমআর/পিআর

আরও পড়ুন