আমার দাম ২২২ মিলিয়ন হতে পারে না : নেইমার
দলবদলের বাজারে রেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে নাম লেখিয়েছেন ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে। ২২২ মিলিয়ন ইউরোর মতো অসম্ভব টাকার অঙ্কে নেইমারকে দলে ভেড়ান পিএসজির মালিক নাসির আল খেলাইফি। কিন্তু নেইমার কি আদৌ নিজেকে এই পরিমান টাকার যোগ্য মনে করেন? প্রশ্নটা এতোদিন সবার মনে ঘুরপাক খেলেও অবশেষে নেইমার নিজেই জানালেন, নিজেকে কখনো এতটা মূল্যবান মনে করেন না এই ব্রাজিলিয়ান তারকা।
সম্প্রতি স্পক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি আমার দলবদল নিয়ে গর্ব করতে পারি নাহলে আমি সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হতে পারতাম না। এখানে শুধুই টাকা আছে আর কিছু না। ব্যক্তিগতভাবে আমি নিজেকে এতটা মূল্যবান মনে করি না।’
নেইমারের বার্সেলোনা ছাড়া নিয়ে নানারকম কথা বাতাসে চাওর হয়েছিল। নেইমার সে সম্পর্কে বলেন, ‘আমি সবসময়েই স্পেশাল কিছু হতে চাই। এজন্যেই আমি মাত্র ১১ বছর বয়সে ফুটবল খেলতে ক্লাবে যোগ দেই। এটা শুনতে উদ্ভট মনে হলেও তখন থেকেই আমি চেষ্টার ফলে আজকের নেইমারে আসতে পেরেছি।’
২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে ব্রাজিলের ৭-১ গোলে হার এখনো কষ্ট দেয় নেইমারকে। সেই ম্যাচে ইনজুরির কারণে দলে ছিলেন না নেইমার। ‘দলের অংশ হিসেবে আমিও ঐ হারে ক্ষতবিক্ষত হয়েছিলাম। ঐ ম্যাচের আগে আমাদের প্রতি দেশবাসীর প্রত্যাশাটা ছিল কল্পনারও বাইরে। আমরা জানতাম এটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। দুর্ভাগ্যবশত, এটা খুব কঠিন হয়েছিল। এখন আমাদের সামনে সুযোগ এসেছে সেটিকে মুছে ফেলার। সম্ভবত, বিশ্বকাপের এক পর্যায়ে আবার সেই জার্মানির মুখোমুখি হবো আমরা। আশা করছি, ভালোই প্রতিশোধ নিতে পারবো।’
আরআর/পিআর