ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রোনালদো মাদ্রিদ ছাড়লে খুশি হবেন রাকিতিচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১১ জুন ২০১৮

ক্লাব ফুটবল দুজন খেলে থাকেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে। রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো সম্প্রতি হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত দেন। তার সেই কথা নেই এখনো চলছে নানা গুঞ্জন। তবে মাদ্রিদ ছাড়লে বেশ খুশিই হবেন বলে জানিয়েছেন বার্সেলোনার তারকা ফুটবলার ইভান রাকিতিচ।

বর্তমানে বিশ্বকাপ খেলতে ক্রোয়েশিয়া দলের সঙ্গে রাশিয়ায় অবস্থান করছেন তিনি। সেখানে বসেই মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাকিতিচ বলেন, ‘তার চলে যাওয়াটা আসলেই খুব কষ্টের হবে তাদের জন্য। কিন্তু ফুটবল তার নিজস্ব গতিতেই চলবে। যেকোন কিছুই ঘটতে পারে এখানে। মাদ্রিদে সেই সবার মাঝে পার্থক্য গড়ে দিত। আমি মিথ্যে বলবো না, সে চলে গেলে আমি খুশিই হবো। সতীর্থ কিংবা প্রতিপক্ষ হিসেবে আমি আশা করবো রোনালদো সঠিক সিদ্ধান্তটি নিবে, জিদান যেমনটা নিয়েছে। তোমার জন্য শুভকামনা রইল।’

এ সময়ে জিদানের চলে যাওয়া নিয়েও নিজের হতবাক হওয়ার কথা জানান রাকিতিচ। ‘প্রথম যখন শুনি তখন একদম অপ্রস্তুত হয়ে গেছিলাম কিন্তু যখন কিছুক্ষণ চিন্তা করলাম তখন বুঝলাম তাকে টুপি খোলা সম্মান দিলাম কারণ তার অসাধারণ কোচিং অধ্যায়ের জন্য। খুব অল্প মানুষই এমন সাফল্য পেয়েছে। সে মাদ্রিদে ইতিহাস তৈরি করেছে এজন্যেই তাকে অভিনন্দন জানাচ্ছি।’

আরআর/জেআইএম

আরও পড়ুন