বিশ্বকাপের চারদিন আগে ইনজুরিতে পিকে
বিশ্বকাপের আগে ইনজুরি যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। ইনজুরিতে মরণ থাবায় ইতোমধ্যে শেষ হয়ে গেছে অনেকের বিশ্বকাপ স্বপ্ন। সেই ইনজুরি এবার বাসা বাঁধল স্পেনের ঘরে। স্পেনের রক্ষণভাগের প্রধান খেলোয়াড় জেরার্ড পিকে অনুশীলনে হাঁটুতে চোট পান পিকে।
সোমবার রাশিয়ার ক্রাসনোদারে দিনের তৃতীয় অনুশীলনের সময় বাম হাটুতে চোট পান পিকে। সঙ্গে সঙ্গে অনুশীলন বন্ধ করে দেন তিনি। তবে চোট বেশি গুরুতর নয় বলে জানিয়েছে স্পেন জাতীয় দলের ফিজিও।
বিশ্বকাপের মাত্র চারদিন আগে পিকের ইনজুরিতে চিন্তিত কোচ হুলেন লোপেতেগুই। তাই পিকেকে নিয়ে কোনরকম ঝুঁকি নিতে চান না তিনি। তাই পরবর্তীতে পিকেকে বিশ্রামে পাঠান।
এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইনজুরিতে পড়েন স্পেনের রাইট ব্যাক দানি কার্ভাহাল। দ্রুত সুস্থ হয়ে ওঠা এই ফুটবলার পর্তুগালের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এখনো অনিশ্চিত।
আরআর/জেআইএম