ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রিয়াল মাদ্রিদ থেকে কেউ আমাকে ডাকেনি : তিতে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১০ জুন ২০১৮

বর্তমানে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে আছেন তিতে। সেলেকাওদের হেক্সা জেতানোর গুরুদায়িত্ব পড়েছে তার ওপর। কিন্তু এর মাঝেই সেই তিতের রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। তবে সেই গুঞ্জনকে গুঞ্জনেই সীমাবদ্ধ রাখলেন তিতে। রিয়াল মাদ্রিদ কোচ হবার সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন বর্তমান ব্রাজিল জাতীয় দলের এই কোচ।

তিতে বলেন, ‘যদি আপনি আমাকে নিয়ে কথা বলেন তাহলে এটি একটা মতামত। এটা ঠিক আছে। কিন্তু যখন তারা আমার উক্তি বলে কিছু চালিয়ে দেয় এটা মিথ্যা। এটা সম্মানের অভাব।’

ব্রাজিলিয়ান দৈনিক ‘রেডিও সাগ্রেস’ এর মতে, তিতে ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদের সাথে যোগাযোগ করে ফেলেছেন এবং বলেছেন রিয়াল মাদ্রিদকে কোচিং করাতে পারাটা তার জন্যে স্বপ্নের মতো হবে। কিন্তু তিতে নিজেই সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

তিতে বলেন, ‘আমি কারো সাথেই যোগাযোগ করিনি। গিলমার ভেলোজও (তিতের প্রতিনিধি) কারো সাথে যোগাযোগ করেনি। এটাই আমার কথা। আমি এখন যেখানে আছি, সেই স্থানটার প্রতি আমার সম্মান রয়েছে। যে সাংবাদিক এটা বলেছে, সে একজন মিথ্যাবাদী। আমি এই সংবাদে খুবই রাগান্বিত।’

ডিকেটি/এমএমআর/এমএস

আরও পড়ুন