বিশ্বকাপে ফ্রান্সকে এড়াতে চান দিবালা
বিশ্বকাপের সম্ভাব্য জয়ী দলগুলোর ভেতর ফ্রান্সের নাম বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে। তারুণ্যনির্ভর ফ্রান্স দলের প্রধান শক্তিই তাদের গতি এবং স্পিড। আর্জেন্টিনা নিজ গ্রুপে রানার্সআপ হলেই দ্বিতীয় রাউন্ডে পড়তে হবে ফ্রান্সের সামনে। সেক্ষেত্রে নকআউট রাউন্ডের শুরু থেকেই হয়তো বিদায় নিতে হতে পারে আর্জেন্টিনাকে। তাই যথাসম্ভব ফ্রান্সকে এড়ানোর কথাই ফুটবলে উঠলো আর্জেন্টাইন তারকা দিবালার কন্ঠে। সম্প্রতি ‘টিওয়াইসি স্পোর্টস’কে দেওয়া তার এক সাক্ষাৎকারে এই মনোভাব ব্যক্তি করেন তিনি।
গেল বিশ্বকাপের রানার্সআপ দল হলেও এ বিশ্বকাপে অনেকের ফেভারিটের তালিকায় নেই আর্জেন্টিনা। তবে আশাহত নন দিবালা, লক্ষ্য তার সামনের দিকে। আর বিশ্বকাপের মত সেরাদের আসরে ভাল করতে হলে যে বড় বড় দলগুলোকেও হারাতে হবে তা ভাল করেই উপলদ্ধি করতে পারছেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। দিবালা বলেন, ‘যদি আপনি ফাইনালে পৌঁছাতে চান সেরাদের হারিয়েই আপনাকে সামনে আগাতে হবে। ব্রাজিল, জার্মানি, স্পেন ও ফ্রান্সের মত দলরা অনেক বছর ধরেই তাদের সেরাটা দিয়ে সেরাদের অবস্থানে আছে।’
তবে আলাদাভাবে কোন দল সম্পর্কে দিবালাকে জিজ্ঞেস করা হলে বেশ সাবলীলভাবেই ফ্রান্স দলকে এড়িয়ে যাওয়ার কথা বললেন ‘লা জয়া’। তিনি বলেন, ‘তাদের (ফ্রান্স) অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে দারুণ একটি দল আছে। আর ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও তাদের ভাল সম্ভাবনা আছে। আর সামনের দিকে যেতে চাইলে, তাদের এড়িয়ে চলাটাই উত্তম বলে আমি মনে করি।’
বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা উদীয়মান তারকাদের মাঝে একজন ধরা হয় পাওলো দিবালাকে। খেলার ধরণও অনেকটা স্বদেশী লিওনেল মেসির মতন বলে অনেকেই মেসির সঙ্গে তার তুলনা দেয়। দিবালা নিজেও যে মেসিকে নিজের আদর্শ মানেন। মেসি সম্পর্কে দিবালা বলেন, ‘আমি সবসমই তাকে আমার আদর্শ হিসেবে বিবেচনা করি। আর সে যা করে এসেছে বা করছে এবং যা করবে তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই।’
এসএস/আরআর/জেআইএম