ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘সালাহর জন্য মিশর সমর্থন করবো’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৫০ এএম, ০৭ জুন ২০১৮

দীর্ঘ ২৮ বছর পর মিশরকে বিশ্বকাপের মূলপর্বে তুলে রীতিমতো দেশটির সবচেয়ে জনপ্রিয়ে ব্যক্তিত্বে পরিণত হয়েছেন সালাহ। ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বিশ্বব্যাপীও তার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। শুধুমাত্র সালাহর জন্য মিশরের সমর্থন দেয়া মানুষের সংখ্যাও রীতিমতো হা করে দেয়ার মতো।

এই তালিকায় যোগ দিয়েছেন চেলসির বেলজিয়ান তারকা এডিন হ্যাজার্ড। বুধবার হ্যাজার্ডের দল বেলজিয়াম ৩-০ গোলে হারিয়েছে সালাহ বিহীন মিশরকে। সালাহ থাকলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত মানেন হ্যাজার্ড। এছাড়া কেবলমাত্র সালাহর জন্য বিশ্বকাপে মিশরকে সমর্থন করবেন তিনি।

বুধবারের ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে হ্যাজার্ড বলেন, ‘মিশরকে ৩-০ গোলে হারিয়ে আমরা অনেক খুশি। সালাহর জন্য শুভকামনা, আশা করি শীঘ্রই সে মাঠে ফিরবে। সালাহর জন্য আমি বিশ্বকাপে মিশরকে সমর্থন দিব। সালাহকে ছাড়া মিশর পুরোপুরি ভিন্ন একটি দল। তবে খুব খারাপ খেলেনি তারা। তাদের খেলার ধরনটা অনেকটা তিউনিশিয়ার মতো।’

চ্যাম্পিয়নস ফাইনালের পরপরই সালাহর সাথে কথা বলেছেন বলে জানান হ্যাজার্ড। তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পরপরই আমি তার সাথে কথা বলেছি।, তাকে মেসেজ পাঠিয়েছি। আমি যেটা বললাম, সে আমার ভালো বন্ধু এবং আমি তাকে বিশ্বকাপে দেখতে চাই।’

এসএএস/আরআইপি

আরও পড়ুন