আর্জেন্টিনাকে শিরোপা উল্লাসে মাতাতে চান রোহো
শেষবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিলো ১৯৮৬ সালে। ডিয়াগো ম্যারাডোনার একক নৈপুণ্যে সেবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা। এরপর পেরিয়ে গিয়েছে সাতটি বিশ্বকাপ। আর্জেন্টাইনরা আর বিশ্বকাপের সোনালী ট্রফিটি ছুঁতে পারেনি। এর মাঝে গতবার তো ফাইনালেও চলে গিয়েছিলো আকাশী-সাদারা। তবে মারিও গোৎজের শেষ মূহুর্তের গোলে আবারো স্বপ্নভঙ্গ হয় তাদের।
আবারো সামনে বিশ্বকাপ। এবার সব ব্যর্থতা ঝেড়ে ফেলে আবারো বিশ্বকাপ জয়ের কথা ভাবছে আর্জেন্টিনা। ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েবসাইটকে এমনটিই জানিয়েছেন আর্জেন্টিনা ও ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মার্কোস রোহো।
রোহো বলেন, ‘আর্জেন্টিনার জার্সি গায়ে দেয়া আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এবং যে কোন আর্জেন্টিনিয়ানের জন্যই এটি একটি বড় ব্যাপার। আমরা আসলেই শার্টটিকে অনুভব করতে পারি এবং আমাদের রঙগুলোকে রক্ষা করি। আমরা যখন এটি পরিধান করি তখন আমরা আমাদের সর্বোচ্চটাই দেই এবং আমরা গত বিশ্বকাপে আমাদের সাথে হওয়া ঘটনা গুলোর প্রতিশোধ চাই। আমরা আমাদের সমর্থকদের ট্রফি উদযাপনের সুযোগ করে দেয়ার জন্য সবকিছু করবো।’
এছাড়া বরাবরের মতো এবারো বিশ্বকাপে নাইজেরিয়ার সাথে দেখা হচ্ছে আর্জেন্টিনার। ২০১৪ বিশ্বকাপে এ নাইজেরিয়ার বিপক্ষেই রোহো তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলটি করেছিলেন। এছাড়াও আর্জেন্টিনার অন্য দুই গ্রুপ প্রতিপক্ষেরা হচ্ছে আইসল্যান্ড ও ক্রোয়েশিয়া। তাদের নিয়ে রোহো বলেন, ‘আবারো নাইজেরিয়া! আমি মনে করি এ নিয়ে তিন অথবা চারবার আমরা নাইজেরিয়ার সাথে একই গ্রুপে পড়েছি। এবার সেখানে ক্রোয়েশিয়া আর আইসল্যান্ডও রয়েছে। এটি একটি কঠিন গ্রুপ হবে।’
এসময় লিওনেল মেসিকে নিয়ে জিজ্ঞেস করা হলে রোহো বলেন, ‘আশা করি লিওনেল মেসি বিশ্বকাপে ফর্মে থাকবে এবং আমাদের জন্য কিছু করতে পারবে।’
ডিকেটি/এসএএস/আরআইপি