ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

স্পেনের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত ইনিয়েস্তার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:০৫ পিএম, ০৬ জুন ২০১৮

অনেকেই ধরে নিয়েছিলেন বিশ্বকাপের পরেই বোধহয় স্পেনের জাতীয় দলের জার্সিটি তুলে রাখবেন বর্ষীয়ান ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা। গেল মাসেই বার্সেলোনা থেকে বিদায় নিয়ে যোগ দিয়েছেন জাপানিজ ক্লাবে। দেশের হয়ে দুটি ইউরো জয়ের পাশাপাশি জিতেছেন বিশ্বকাপও। তাই সবকিছুই জয় করা ইনিয়েস্তার শেষ বিশ্বকাপ হিসেবেই ধরা হচ্ছিল রাশিয়া বিশ্বকাপকে। কিন্তু ইনিয়েস্তাই ইঙ্গিত দিলেন বিশ্বকাপের পরেও স্পেনের হয়ে খেলা চালিয়ে যাওয়ার।

ইএফিইকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, ‘এবারের বিশ্বকাপই সম্ভবতই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে কিন্তু যখনই শেষ হয়ে যাবে তখন হয়তো ফিরে তাকাবো যে আমি নতুন কোন লক্ষ্যে নিজেকে নিয়ে যেতে পারবো কিনা। এটা আসলেই কঠিন হবে। আমি স্পেনের হয়ে খেলে যাওয়ার প্রসঙ্গ এখনই বাতিল করছি না। কিন্তু এটা কষ্টকর কারণ আমার জীবনটাই বার্সেলোনা এবং স্পেন জাতীয় দল কেন্দ্রিক। যখন এটিও শেষ হয়ে যাবে তখন সবকিছু মূল্যায়ন করে সিদ্ধান্ত জানাবো।’

স্পেনের হয়ে ইতোমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। রাশিয়া বিশ্বকাপটি যথাসম্ভব উপভোগ করতে চান ইনিয়েস্তা। তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন সাবেক বার্সেলোনার এই ফুটবলার। ‘এটা আমার জন্য বিশেষ বিশ্বকাপ কেননা এটাই আমার শেষ বিশ্বকাপ। কিন্তু এখনই আমি এটিকে শেষ ভাবতে চাচ্ছি না। প্রথম বিশ্বকাপের মতই এটিকে ভেবে শেষ করতে চাচ্ছি। যদি আপনি এটা ভাবতে পারেন তাহলে বিশ্বকাপ থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন। ইউরো ২০১৬ এবং ২০১৪ বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের দরুন এই বিশ্বকাপে ভালো করাটা আমাদের জন্য কষ্টসাধ্য হবে।’

আরআর/এমএস

আরও পড়ুন