ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপে মেসিকে সমর্থন দিবেন বার্সা প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৪২ পিএম, ০৩ জুন ২০১৮

ক্লাব ফুটবলে বার্সেলোনের সেরা ফুটবলার তিনি। তাকে দলে ধরে রাখতে দফায় দফায় বেতন বাড়াতে হয়েছে বার্সেলোনা বোর্ডকে। রেকর্ডের পর রেকর্ড গড়ে বার্সেলোনাকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। মেসির এমন কীর্তি কাকে স্পৃহা যোগাবে না তাকে সমর্থন দিতে! এমনটাই হলো বার্সেলোনা ক্লাব প্রেসিডেন্টের ক্ষেত্রে। স্পেনে জন্ম হলেও বিশ্বকাপে মেসিকেই সমর্থন দিবেন হোসেপ মারিয়া বার্তেমেউ।

স্প্যানিশ গণমাধ্যম ‘আন্তেনা থ্রিকে’ দেওয়া এক সাক্ষাৎকারে বার্তেমেউ বলেন, ‘আমি আশা করবো মেসি যেন বিশ্বকাপ জিততে পারে। টুর্নামেন্টে তাকেই সমর্থন করছি। ইতিহাসের সেরা খেলোয়াড়টি যেন তাঁর স্বপ্নকে পূরণ করতে পারে এটাই আশা করছি।’ সম্প্রতি মেসির বার্সার সঙ্গে চুক্তি বাড়ানোর কথা শোনা যাচ্ছে। সম্ভবত বিশ্বকাপের পরেই বার্সার সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন লিওনেল মেসি।

বার্সেলোনাতে সেই ছোট্টবেলায় এসেছিলেন লিওনেল মেসি। তারপর থেকে জীবনের প্রায় পুরোটা সময় কাটিয়েছেন এখানে। স্পেনের হয়ে আন্তর্জাতিক ফুটবল মাতানোর সুযোগ থাকলেও আর্জেন্টিনাকেই বেছে নেন মেসি। ২০১৪ বিশ্বকাপে নিজের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নিজ দেশকে ফাইনালেও তোলেন তিনি।

আরআর/এমএস

আরও পড়ুন